ফরেক্স মার্কেটে আমার লসের গল্প
ফরেক্স মার্কেটে আমারা অনেক আশা নিয়ে প্রবেশ করি।কিন্ত ফরেক্স মার্কেট থেকে নিরবে বের হয়ে যাই কেউ বুঝতে পারেনা।আমি ও আমার কয়েক জন ফ্রেন্ড মিলে একসাথে ফরেক্স মার্কেটে ২০১৫ সালে মার্চ মাসে প্রবেশ করি দেখতে দেখতে সবাই বড় ধরনের লস করে ফরেক্স মার্কেট থেকে ঝড়ে গেছে।কিন্তু আমি এখনো আমার সাথে যুদ্ধ করছি ফরেক্স মার্কেটে টিকে থাকার জন্য।আমি ফরেক্স মার্কেটে বড় ধরনের ডিপোজিট করিনি ২০১৫ সালে জুলাই মাসে ৫০ ডলার ডিপোজিট করি তা এক সপ্তাহ টিকাতে পারিনি।এর পর ফোরাম থেকে প্রতি মাসে বোনাস নিই আর লস করি।এভাবে ফোরাম থেকে ১৯৩ ডলার পর্জন্ত নিয়ে লস করি।এবং এখনো সল করে চলছি।আপনা যদি সত্য কথার বলার সাহস থাকে তাহলে ফরেক্স মার্কেটে আপনারা আপনাদের লসের গল্প আবশ্যই আমাদের সাথে শিয়ার করবেন।:1f608:
ফরেক্স মার্কেটে আমার লসের গল্প ।
আমি ফরেক্সে নতুন ।প্রায় ৬ মাস হল আমি ফরেক্সে ট্রেড করি । প্রথমে ফরেক্সে ট্রেড করে আমি লাভ করেছিলাম । কিন্তু সেই লাভ বেশি দিন ধরে রাখতে পারি নি । পরের ট্রেডে আমি লস করি । কিন্তু খুব বেশি দিন এই লস থাকতে পারি নি ।এখন আমি ফরেক্সে ট্রেড করে লাভে আছি ।