1 Attachment(s)
ফরেক্স কর্মশালা পর্ব-৪ অভারট্রেডিং খায় না মাথায় দেয়
[ATTACH=CONFIG]7044[/ATTACH]
ফরেক্স মার্কেটে লস করার অন্যতম একটি কারন ওভারট্রেডিং। ওভার ট্রেড করে একাউন্ট জিরো করে নাই এমন ট্রেডার খুজে পাওয়া যাবে না।
আমরা কেন ওভারট্রেডিং করি?
আমরা ওভারট্রেডিং করি কারন আমরা কেউ ট্রেডার বা ব্যবসায়ী না আমরা প্রত্যেকে এক একজন জুয়াড়ী। আরেকটা কারন লোভ। লোভের কারনে আমরা ওভার ট্রেড করি।
কিভাবে?
তার আগে একটা প্রশ্ন, পৃথিবীতে এমন কোন কাজ বা ব্যবসা কি আছে যার দ্বারা খুব তাড়াতাড়ি বা সহজে বড়লোক হওয়া যায়? উত্তর: না নেই। যদি তাই থাকতে তাহলে আমরা সবাই বড়লোক হয়ে যেতাম। আর ফরেক্স মার্কেট তো অবশ্যই দ্রুত বড়লোক হবার জায়গা না। বলা হয়ে থাকে মাত্র ৫% ট্রেডার বছর শেষে লাভে থাকে, যদিও এটা ৩০% এর কাছাকাছি। তাই আমাদের টিকে থাকতে হলে এই ৩০% এর দলে থাকতে হবে।
এবার আসি আমরা কিভাবে জুয়ারু হলাম?
জুয়া এক প্রকার অন্ধভাবে খেলতে হয়। তেমনি আমরা কিছু না জেনে না বুঝে টাকা ডিপোজিট করে ট্রেড করা শুরু করি। কিছু ট্রেডে হয়ত লাভ করি কিন্তু শেষমেষ একাউন্ট জিরো। অনেকে বলতে পারেন ভাই ফরেক্স মার্কেট ওত জয়া। জুয়াতে আপনি যে টাকা বাজী ধরবেন তার সবটাই লস করতে পারেন। কিন্তু ফরেক্সে লস কম করা আপনার হাতে। ট্রেড ভুল হলে বা আপনার বিপক্ষে গেলে আপনি অল্প লসে বের হয়ে যেতে পারবেন। হ্যা আমরা ফরেক্সকে জুয়া বানিয়ে ফেলি। বেশি লাভ করার আশাতে অনেক ট্রেড ওপেন করি এবং ফলাফল একাউন্ট জিরো।
এটার সমাধান কি? সমাধান কি নেই? আছে সমাধান নিয়ে বকবক করব আগামী পোষ্টে। সে পর্যন্ত ভালো থাকুন।