গত কয়েকদিন থেকে লক্ষ্য করছি যত বার ফোরামে নতুন ট্রেড পোস্ট করি আমার মোট থ্যাংকসের সংখ্যা কমে যায়। এটা হওয়ার কারন কি? কেউ এই জানলে উত্তর দিয়েন।
Printable View
গত কয়েকদিন থেকে লক্ষ্য করছি যত বার ফোরামে নতুন ট্রেড পোস্ট করি আমার মোট থ্যাংকসের সংখ্যা কমে যায়। এটা হওয়ার কারন কি? কেউ এই জানলে উত্তর দিয়েন।
আমার মতে ফরেক্স সম্পর্কে যে যত বেশি জেনে পোস্ট করবে সে ততো বেশি লাইক পাবে।নতুন ট্রেডার যদি মানসম্যত পোস্ট করে তাহলে সে ও লাইক পাবে।তবে তার ফরেক্স সম্পর্কে ভালোভাবে জেনে তাই পোস্ট করতে হবে।ভুল পোস্ট করে অন্য ট্রেডার কে বিভ্রান্তি করা যাবে না।
ফোরামে পোষ্ট করে আমরা যে লাইক পাই সেটা আমাদের ভাল মানের পোষ্ট থেকেই পেয়ে থাকি। কিন্তু যদি নতুন কোন থ্রেড পোষ্ট করার কারনে সেই লাইকগুলি কেটে নেওয়া হয় তাহলে সেটা অত্যান্ত পরিতাপের বিষয়। আমি নতুন কোন থ্রেড পোষ্ট করিনী তারপরও কিছু লাইক এমনিতেই কমে গেছে তাই আমার মনে হচ্ছে কোন কারন ছাড়াই এটা হচ্ছে। এটা যদি আপনি মডারেটর এর নিকট প্রমান সহ জানান তাহলে হয়ত কোন সুষ্টু সমাধান পেতে পারেন। আর যদি নতুন থ্রেড করে লাইক কমে যাই তাহলে আর কেউই নতুন থ্রেড পোষ্ট করবে না । তাহলে ফরেক্স এর বিষয়ে প্রশ্ন করার কোন মাধ্যই থাকল না। তাই এটা কোন নিয়ম হতে পারে না। নিশ্চয় কোথাও কোন ভূল হচ্ছে। আপনি মডারেটরদের সাথে কথা বলুন যে উত্তর পান সেটা সবাইকে শেয়ার করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।
আমার মতে ফরেক্স নতুন ট্রেড পোস্ট করলে লাইকের সংখ্যা কম হয় এটা না।সে যদি ফরেক্স এ ট্রেড করার আগে ভালোভাবে জেনে ভাল দক্ষতা অর্জন করে ফরেক্স এ আসে তাহলে সে ফরেক্স সম্পর্কে ভালো পোস্ট দিবে।আর সে লাইক ও বেশি পাবে।আর যদি কেউ ফরেক্স সম্পর্কে না জেনে ফরেক্স এ আন্দাজে পোস্ট করে তাহলে তো লাইকের সম্ভবনাই নাই।
আসলে একই সমস্যার সম্মুখীন আমিও হয়েছিলাম প্রথম অবস্থায়। তবে এখানে একটা বিষয় হলো এখানে আমরা একে অপরকে লাইক দিয়ে থাকি তবে দেখা যায় লাইক বাটনে দুই বার চাপ দেয়া হয় এতে করে আপনার লাইক গুলো আবার কমে যায়। আমার ক্ষেত্রেও একই রকম হয়েছিল।
অনেক সময় দেখা যায় আমরা নতুন যারা ফরেক্স শুরু করি আমাদের প্রথম কাজ হল পোস্ট করা,লাইক বাড়ানো।যাতে ব্রোকার বোনাস দিয়ে ট্রেড শুরু করতে পারি।পোস্ট লিখতে আমাদের কষ্ট হয় বলে অন্যজনেরটা কপি করি।ফলে যখন তা ব্রোকার চেক করে তখন অনেক সমস্যা হয়।আবার দেখা যায় লাইক দিতে যেয়ে তার সাথে আনলাইক হয়ে যায়। এছাড়াও এমন অনেক সমস্যার ফলে পোস্ট করার পর লাইক কমে যেতে পারে।
ফোরামে পোষ্ট করে আমরা যে লাইক পাই সেটার মাধ্যমে আমাদের বোনাসের পরিমান কিছুটা বেশি হয় বা বেশি পেয়ে থাকি। কিন্তু নতুন থ্রেড পোষ্ট করলে দেখা যাচ্ছে যে ৫টি করে লাইক কেটে নেওয়া হচ্ছে বা এমনিতেই লাইক কমে যাচ্ছে। তাই এভাবে লাইক কেটে নেওয়ার কোন কারন আমি এখন পর্যন্ত খুজে পায়নী তবে অনেক লাইক এ পর্যন্ত আমার কেটে নেওয়া হয়েছে। তাই নতুন থ্রেড পোষ্ট করছি না। কারন এত কষ্ট করে পোষ্ট করে যদি একটি থ্রেড এর জন্য ৫টি লাইক কেটে নেই তাহলে মাস শেষে বোনাস এর সংখ্যা অনেক কমে যাবে।
নতুন ট্রেড যারা করে তারা অনেক কিছু জানেনা, বুঝে ননা।তারপরও ভালো করে পোষ্ট করার চেষ্টা করে।তবে দেখা যায় লাইকের সংখ্যা খুবই কম হয়।আমারও তেমনটা হয় আমি পোষ্ট করি তবে লাইকের সংখ্যা কম। এরকারণ আমার মনে হয়অনেক সময় দেখা যায় আমরা নতুন যারা ফরেক্স শুরু করি আমাদের প্রথম কাজ হল পোস্ট করা,লাইক বাড়ানো।যাতে ব্রোকার বোনাস দিয়ে ট্রেড শুরু করতে পারি।পোস্ট লিখতে আমাদের কষ্ট হয় বলে অন্যজনেরটা কপি করি।ফলে যখন তা ব্রোকার চেক করে তখন অনেক সমস্যা হয়।আবার দেখা যায় লাইক দিতে যেয়ে তার সাথে আনলাইক হয়ে যায়। এছাড়াও এমন অনেক সমস্যার ফলে পোস্ট করার পর লাইক কমে যেতে পারে।
আবার নতুন বলে অনেকে দেখে না।আরও অনেক কারণ থাকতে পারে আমি জানি না।আপনারা জানলে জানাবেন।
প্রিয় কানিজ ফাতিমা আপনি লিখেছেন যে, ভুল করে অনেকে লাইক দিতে গিয়ে আন লাইক দিয়ে ফেলে কিন্তু ফোরামে আন লাইক বলে কিছুই নেই। এখানে অপশন আছে ২টি একটি হল লাইক এবং অন্যটি রিপোর্ট। তাই এখানে আন লাইক দেওয়ার কোন সম্ভাবনা নেই। হ্যা যদি আপনি প্রথমে লাইক দিয়ে থাকে তবে সেটাকে আকার সরাতে পারবেন। কিন্তু কোন ক্রমে আন লাইক দিতে পারবেন না। আর লিখেছেন ফোরামে কপি পোষ্ট করে বোনাস গ্রহন করেন। না এটি কখনও করবেন না করলে আপনার একাউন্ট ব্যান্ড হতে পারে। তাই নিজের যোগ্যতায় যা পারেন তাই লেখেন কিছু না পারলেও উপরের লেখা দেখে কিছুটা ধারনা নিয়ে নিজে থেকে লেখেন তাহলে বোনাস ও বেশি পাবেন আবার ফোরামে দীর্ঘদিন টিকে থাকতে পারবেন।
ফরেক্স বাংলা ফোরামে নতুন থ্রেড খুললে লাইক এর সংখ্যা কমে যাওয়ার অনেক কারন আছে। যার একটি হল আপনি যে বিষয় নিয়ে নতুন ট্রেড ওপেন করেছেন সে বিষয় নিয়ে কোন থ্রেড ওপেন করা আছে কিনা। যদি থাকে তাহলে আপনার উক্ত থ্রেড মোডারেটর ডিলেট করে দিতে পারে। আর যদি ডিলেটও না করে তাহলে ফোরামে যে স্বয়ংক্রিয় মান নির্ণয় ব্যবস্থা রয়েছে তা খুজে বের করবে এবং আপনার অ্যাকাউন্টটি নজরে রাখবে এমনকি পরে রা ব্লক করে দিতেও পারে। তাই ফোরামে নতুন থ্রেড খোলার আগে ভাল করে দেখে নিতে হবে যে সে বিষয়ে আগে থেকে কোন থ্রেড ওপেন করা আছে কিনা। যদি না থাকে তাহলে নতুন থ্রেড ওপেন করা যেতে পারে। আর খোলা থাকলে পুনরায় সে বিষয়ে নতুন থ্রেড খুলবেন না।