1 Attachment(s)
আজ প্রথম উইথড্র দিলাম ৫০ ডলার
ফোরাম একাউন্ট থেকে প্রফিট করে কে কে উইথড্র দিয়েছেন। কতক্ষন সময় লেগেছে এভারেজ। আমি আজ বিকালের দিকে উইথড্র দিয়েছি। একাউন্ট থেকে ডলার কেটে নিয়ে পেন্ডিং দেখাচ্ছে। কত সময় লাগে সাধারনত। যারা ইতিপূর্বে ডলার উত্তোলন করেছেন তারা মন্তব্য করে জানাবেন। কোন রকম প্রতিবন্ধকতার স্বীকার হয়েছিলেন কিনা সেটাও জানাবেন। ২স্টেপ ভেরিফিকেশন করা আছে একাউন্টে। এখন অপেক্ষা ডলার উত্তোলন সম্পন্ন হবার। ডলার উত্তোলন হলে সেটা নিয়ে বিস্তারিত আরেকটা পোস্ট দেব। সাথে থাকবে সহজ একটা ট্রেডিং সিস্টেম। আসলে সিস্টেম নিজের মধ্যে। নিজের সাইকোলজী ঠিক রেখে ট্রেড করতে পারলে সিম্পল মুভিং এভারেজ দিয়েও দেখবেন অনেক ইনকাম হবে।
যে একাউন্ট থেকে উইথড্র হচ্ছে সেটার সংক্ষিপ্ত হিস্টোরী দিলাম নতুনরা অনুপ্রানিত হতে পারবেন। মনোযোগ দিয়ে দেখুন:
[ATTACH=CONFIG]7381[/ATTACH]
লক্ষ্য করলে দেখবেন লাভের ট্রেড লসের ট্রেড প্রায় সমান সমান কিন্তু তারপরো এভারেজ প্রফিটে আছে। কারন হলো আমি সবসময় ১:৩ থেকে ১:৫ পর্যন্ত রেশিওতে ট্রেড করেছি।