মার্কেট লো ভোলাটিলিটির পিছনের কারণ কি?
আমরা প্রায়ই বাজারে খুব লো ভোলাটিলিটি দেখা থাকি মাঝের মধ্যে এমন হয় যে মার্কেট একটি প্রাইসে এসে অনেক্ষন পরপর দুই এক পিপ্স করে বারে বা মার্কটে সাধারণ ভোলাটিলিটির চেয়ে কম কম হয়। আসলে মার্কেটে এমন পরিস্থিতি কেন হয় বা কখন হয় তা প্রধান কারন হল উক্ত পেয়ের ব্যাংক ছুটির দিন।
এই নিম্ন লো ভোলাটিলিটি কারণ কেন্দ্রীয় ব্যাংকের ছুটির দিন, উদাহরণস্বরূপ, যদি যুক্তরাজ্যের সেন্ট্রাল ব্যাংকের ছুটির দিন থাকে তবে পাউন্ডের সাথের সকল পেয়ারের ভোলাটিলিটি কম হবে। কারণ এই দিন কোন ইকনোমিক ডাটা প্রকাশ করবে না এবং সেই সাথে ব্যাংকের আন্তলেনদেন ও বন্ধ থাকে।
মার্কেট লো ভোলাটিলিটি পিছনের কারন -
ফরেক্স একটি আন্তর্জাতিক মার্কেটপ্লেস এবং এই মার্কেটপ্লেস এর মুদ্রার মূল্য কম বা বেশি হবার তা কোন জাতি বা একক গোষ্ঠী কর্তৃক নিয়ন্ত্রিত নয়। মূলত এই মার্কেটপ্লেসের মুদ্রার মূল্য কম বা বেশি হওয়াটা কেন্দ্রীয় ব্যাংক গুলোর লেনদেনের ওপর নির্ভর করে। সাধারণত মার্কেট এনালাইসিস করলে বোঝা যায়, যখন কেন্দ্রীয় ব্যাংক গুলো বন্ধ থাকে বা লেনদেন কম থাকে কিংবা ফরেক্স মার্কেট প্লেসে ট্রেডারের আনাগোনা কম থাকে তখনই মার্কেট ভোলাটিলিটি কাজ করে।এজন্য অবশ্যই প্রতিটি ট্রেডার কে কেন্দ্রীয় ব্যাংক গুলো যে দেশের নিয়ন্ত্রণে থাকে সেই দেশের ছুটির দিন গুলি যাচাই করে ট্রেডিং করা খুবই গুরুত্বপূর্ণ।কার কেন্দ্রীয় ব্যাংক গুলি বন্ধ থাকলে মুদ্রার মান খুব বেশি পরিবর্তন হয় না বা একই স্থানে অল্প পিপসে ওঠানামা করে এবং এই সময় মার্কেটে ট্রেডারের আনাগোনাও কম থাকে। এজন্য এই বিশেষ মুহূর্ত গুলিতে প্রতিটি ট্রেডার কে অবশ্যই পর্যাপ্ত সতর্কতার সাথে ট্রেড করতে হয়। পারলে এই সময় ট্রেডিং এ অংশগ্রহণ না করা ও ভালো।