-
1 Attachment(s)
ফরেক্স হল একটি গাড়ী
আপনি যদি একটি গাড়ী চালাতে যান তাহলে আপনাকে গাড়ীর ব্রেক, ইঞ্জিন , চাকা ও অন্যঅন্য জিনিস পরীক্ষা করে নিতে হবে । সবকিছু যদি ঠিক খাকে তবে আপনি গাড়ী চালাতে পারেন, কিন্তু এরপর ও যদি অনাকাঙ্গিত কিছু ঘটে সেইটা দুঘটনা , কিন্তু সব চেক না করে গাড়ি চলানর পর কোন খারাপ কিছু হলে সেটা দূঘটনা না । তেমন ফরেক্স এ ট্রেড নেওয়ার আগে যদি আপনি আপনার স্টাটেজির সব সেটাপ না মিলিয়ে ট্রেড নেন , আর ট্রেড লস হয় সেইটা আপনার ইচ্ছাকৃত ভূল । আর সব সেটাপ মিলানোর পর যদি ট্রেড লস হয় তাহলে এটি একটি দূঘটনা এবং এইটা মেনে নিতে হবে । তাই ফলো করুন আপনার স্টাটেজি কে ১০০% ।[ATTACH=CONFIG]8067[/ATTACH]
-
আমরা যে স্টাটেজি দিয়ে ট্রেড করে থাকি সেটা সবার পক্ষে ১০০% মানাটা অষ্টকর হয়ে যাই। কারন ১০০% মেনে ট্রেড করতে গেলে হয়ত আপনি সপ্তাহে একটি ও ট্রেড করতে পারবেন না। কিন্তু আমরা তো ট্রেড করার জন্য পাগল। ট্রেড করার মত পরিবেশ না থাকলেও পরিবেশ সৃষ্টি করে তারপর ট্রেড করি। বিশেষকরে আমি ট্রেড করে লস না করা পর্যন্ত যেন মনে শান্তি হয় না। জানি যে এখন একটি ট্রেড নিলে লস হওয়ার সম্ভাবনা ৮০% তারপর ও ট্রেড নিয়ে বশি এবং পরিনামে লস। তাই নিজের স্টাটেজি কে যদি আমরা ১০০% মানতে পারি তাহলে হয়ত আপনি কখনও লস করবেন না। আর করলেও সেটা সামান্য ।