-
1 Attachment(s)
এনএফপি এর প্রভাব
যেহেতু, প্রতি মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজগুলোর একটি হচ্ছে এনএফপি, তাই অনেক ট্রেডারই অপেক্ষা করে বসে থাকে এনএফপি ট্রেড করার জন্য। প্রায় প্রতিটি এনএফপি এর আগেই একই ঘটনা ঘটে। এনএফপির আগে আগে ট্রেডাররা ট্রেড করতে চান না বলে মার্কেটে মুভমেন্ট বা ভোলাটিলিটি কমে যায়, এনএফপি এর ঠিক আগেই শুরু হয় বড় বড় স্পাইক। সেকেন্ডে মার্কেট পরিবর্তিত হয় ৫-১০ পিপস করে।
[ATTACH=CONFIG]8221[/ATTACH]
হটাত করে পাগল হয়ে যাবে মার্কেট। হয় টানা পড়া/বাড়া শুরু করবে অথবা একলাফে ১৫-২০ পিপস করে কমবে/বাড়বে। হারিকেন শুরুর পূর্ব মুহূর্তে সাগর যেমন স্থির থাকে, হটাত করে শুরু হয় বড় বড় ঢেউ এর নাচন, ফরেক্স মার্কেটের অবস্থাও হয় তেমনি। আর এই ঢেউ এ ভেসে গিয়ে সলিল সমাধি ঘটে পিপস সংগ্রহের অভিযানে বের হওয়া মানি মানেজমেন্ট না জানা অসংখ্য ট্রেডারের ট্রেডিং অ্যাকাউন্টটির।
Credit : bd forex help
-
আসলে নিউজ ট্রেড করাটা বিপদজনক। তবে যারা অনেক অভিজ্ঞ তারাই একমাত্র নিউজ ট্রেড করে সফলতা পেতে পারে। কারন এ সময় মার্কেট সেকেন্ড এর মধ্যে ওঠা নামা করতে থাকে ফলে সঠিক কোন দিকে মার্কেট যাবে বলা যাই না। আর আপনি যদি একবার ভুল ট্রেড করে বসেন তাহলে অনেক বেশি লস খেতে হবে। তাই নিউজ ট্রেড করার আগে নিউজ ইমপেক্ট এর সম্পর্কে বিস্তারিত ধারনা নিয়ে তারপর ট্রেড করুন।
-
1 Attachment(s)
নন ফার্ম পে রোল বা এন. এফ. পি এর পরির্বতন এর মানে হচ্ছে পূর্ববর্তী মাস থেকে এই মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থাগত বেতন তালিকার বাইরের মানুষের কর্মসংস্থান এর পরিমাপ । এটা ডলারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিসংখ্যান বলে মনে করা হয় ।এটি গুরুত্বপূর্ণ কারণ এটি অর্থনৈতিক কর্মক্ষমতার পরিমাপক । ফরেক্স মার্কেট এর জন্য Non-Farm Payroll এর পরির্বতন খুবই গুরুত্বপূর্ণ..
[ATTACH]16414[/ATTACH]
-
1 Attachment(s)
আমেরিকান ডলারের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ নিউজ হল এই NFP। মূলত এটা লেবার মার্কেট নিউজ। এই সময় মার্কেটে আমেরিকান ডলার রিলেটেড পেয়ারগুলো অনেক ভোলাটাইল থাকে। প্রতি মাসের প্রথম শুক্রবার এই নিউজ প্রকাশিত হয়। NFP Rate দিয়ে ঐ সময়ের চাকরির সার্বিক অবস্থান বোঝায়। সাধারণত NFP Rate , 200K এর বেশি, ফোরকাস্ট থেকে এবং পূর্ববর্তী মাসের থেকে বেশি হলে ধরে নেওয়া হয় নিউজ ভালো এবং বেশিরভাগ ক্ষেত্রেই মার্কেট ডলারের পক্ষেই মুভ করে। তবে NFP এর সাথে আরো দুটি নিউজ প্রকাশ হয়, তা হল : Unemployment Rate এবং Average Hourly Earnings...। Unemployment Rate দিয়ে ঐ সময়ের বেকারত্বের হার বোঝায়। তাই Unemployment Rate যত কম আসবে তত ডলারের জন্য ভালো। অপরদিকে Average Hourly Earnings আগের এবং ফোরকাস্ট এর চেয়ে যত বেশি হবে, ডলারের জন্য তত ভাল। যদি এই ৩ টা নিউজ ই ডলারের পক্ষে যায়, তাহলে আমরা ধরে নিতে পারি, মার্কেট ডলারের পক্ষে মুভ করবে, এবং এটি গোল্ড এবং জাপানী ইয়েন এর উপর বেশি প্রভাব আনে। আর যদি নিউজ মিক্সড আসে তবে বেশিরভাগ ক্ষেত্রেই মার্কেট দুদিকেই মুভ করে।
[ATTACH=CONFIG]16426[/ATTACH]
-
ফরেক্স মার্কেটে আপনি যদি নিউজ ট্রেড করে থাকেন।তাহলে প্রতিমাসে যে সব গুরুত্বপূর্ণ নিউজ গুলো প্রকাশ পায় তার দিকে নজর রাখতে হবে।আপনি ফরেক্স ফ্যাক্টরিতে দেখতে পাবেন এক মাসে আনেক গুলো নিউজ থাকে।আপনি সবগুলো নিউজ ফলো করে ট্রেড করতে পারবেন না।আপনা কে কিছু গুরুত্বপূর্ণ নিউজ বেছেনিতে হবে এবং সেগুলো ফলো করে ট্রে করতে হবে।এর মধ্যে একটি ভালো নিউজ হলো এন এফ পি।এছাড়াও ক্যাশ রেট আন ইমপলাই রেট ইত্যাদি।