[attach=config]8223[/attach]
উপরের চার্টটি ভালো করে লক্ষ্য করুন। audusd পেয়ারটি এখন খুব শক্ত একটা ডিমান্ড জোনে অবস্থান করছে। যেটার প্রথম টার্গেট হতে পারে 0.8135 এরিয়া। যদি এটাকে ব্রেক করতে পারে তাহলে এরপরের সাপ্লাই জোন লেভেল টেস্ট করতে পারে যেটি 0.946 এরিয়া। মোটামোটি ধারনা করা যায় সামনের দিনগুলোতে এই পেয়ার লং মানে বাই অথবা আপট্রেন্ডে থাকার সম্ভবনা খুব বেশি। আমরা লোয়ার লেভেল থেকে বাই ধরে রাখতে পারি অথবা সুইং ট্রেড করতে পারি। আমি আমার ব্যালেন্সের ২% রিস্ক নিয়ে একটা ছোট এন্ট্রি নিব আগামী সোমবার ২সপ্তাহের জন্য। তারপর কি রেজাল্ট পেলাম সেটার আপডেট অবশ্যই জানাব এই পোস্টেই।