1 Attachment(s)
সর্টকাট উপায় নাই.... পরিশ্রম করতেই হবে।
[ATTACH=CONFIG]8266[/ATTACH]
আমি যে সিস্টেমে ট্রেড করি সেটা বেটে খাইয়ে দিলে যে আপনি প্রফিট করতে পারবেন তেমনটা কিন্ত না। আমি যেভাবে ট্রেড করে প্রফিট করছি সেটা আমারই এক ভাই একই সিস্টেমে ফিবো মেনে ট্রেড করে লস করছে। আমার একাউন্ট ৫০% + গ্রো করলেও ওর একাউন্টে লস। আসলে সবথেকে বড় জিনিস হলো আপনার ট্রেড ধরে রাখার ক্ষমতা, আপনার সিস্টেমের উপর নির্ভরতা। কোন সর্টকাট উপায় নেই, আপনাকে জান প্রান দিয়ে পরিশ্রম করতেই হবে। যারা পুরাতন ট্রেডার আছে গ্রুপে তারাও দেখবেন সুযোগ পেলে নতুন কিছু শেখার চেষ্টা করে। আর সবকিছু গ্রুপ নির্ভর না হয়ে একটু গুগল ইউটিউবে সার্চ দেবার অভ্যাস গড়ে তোলার চেষ্টা করুন। ৯৫% জিনিস পাবেন অনলাইনে। তারপর সেখান থেকে কোন বিষয় না বুঝলে সেটা গ্রুপে পোষ্ট করতে পারেন। এখানে যারা আছে তাদের কিন্তু কারোরই অতটা সময় নেই, সবাই নিজ নিজ ট্রেডিংয়ের পাশাপাশি গ্রুপে সময় দিয়ে যাচ্ছে। এটা আমাদের চরম সৌভাগ্য যে আমরা গ্রুপে অনেক অভিজ্ঞ ট্রেডারদের সহায়তা পাচ্ছি।
অনেকে অনেক সহজ সহজ বিষয় পোষ্ট দিচ্ছেন যেগুলো গুগল বা ইউটিউবে সার্চ দিলেই পেয়ে যেতেন। অন্যের সিস্টেমের পেছনে না ঘুরে ভালো একজন মেন্টরের সহায়তা নিতে পারেন, অথবা হাজারো সিস্টেম থেকে আপনার মানসিকতার সাথে সেন্টিমেন্টের সাথে যেটা মানায় সেটাতে নিজেকে শানিত করার চেষ্টা করেন। তাহলে দেখবেন ধীরে ধীরে আপনি সফলতার পানে এগিয়ে যেতে পারবেন।