Originally Posted by 
Montu Zaman
				 
			আমরা ট্রেডার আছি হাজার হাজার সবাই কি নিজস্ব স্ট্রেটিজি দিয়েই ট্রেড করবে? তা সম্ভব নয়।তবে তারা ট্রেড করবেন না?অবশ্যই করবেন,সিগনাল কিনবেন,ফান্ড ম্যানেজাররে সাহায্য নিবেন। দুনিয়ায় এইসবই চলছে চলবে। তবে সিগনাল কেনা মানেই স্ক্রিনশট দেখে হুমরি খেয়ে পরা না। ইনভেস্টর পাসওয়ার্ড নিন, সিগনাল দাতার হিসটরি চেক করুন তার নাড়ি নক্ষত্র তখন আপনার কাছে পরিস্কার হয়ে যাবে। ফান্ড ম্যানেজের ব্যাপারেও আগে সব বিশ্লেষণ করুন, তারপর চুক্তি করুন। আর ফান্ড ম্যানেজের জন্যে কে বলেছে আপনার ব্যালান্স কারো হাতে তুলে দিতে হবে! তাকে তো আপনি শুধু ট্রেডিং আইডি পাস দিবেন সে ট্রেড করবে প্রফিট শেয়ার মাস শেষে আপনি দিবেন। আর তার ট্রেডিং প্ল্যান ভালো কিনা,ড্রডাউন ঠিকঠাক কিনা সব যাচাই করে হিসটরি দেখেই তো সিদ্ধান্ত নিবেন।