-
ফরেক্স ট্রেডিং বোনাস
ইন্সটাফরেক্স ব্রেকারে ফরেক্স ট্রেডিং বোনাস অফার রয়েছে, যেমন নো ডিপোজিট বোনাস, ফোরাম বোনাস, নতুন ট্রেডারদের ২৫০% বোনাস ও ডিপোজিট বোনাস ৫৫% বোনাস, ৩০% ডিপোজিট বোনাস, ক্লাব বোনাস, কুপন বোনাস। আসলে এই বোনাস গুলো নতুন ও পুরাতন উভয় ট্রেডারদের লাইভ ট্রেডিংয়ের জন্য দেওয়া হয় এবং এই বোনাসগুলো ব্যবহার করে ট্রেডিং করার পর প্রফিট হলে কোন ট্রেডার এর একটা নির্দিষ্ট পরিমান অর্থ উত্তোলন করতে পারে। অবশ্য কোন ট্রেডার উত্তোলন যোগ্য বোনাসের পরিমান দেখে নিতে পারেন। এজন্য প্রথমে তার ক্লাইন্ট ক্যাবিনেটে লগইন করতে হবে। তারপর ক্লাইন্ট ক্যাবিনেটে এর ট্রেডিং অ্যাকাউন্ট বিভাগ থেকে বোনাস স্ট্যাটিসটিক্স এ যেতে হবে। এখানে শুধুমাত্র প্রফিট উত্তোলন এর জন্য Available for withdrawal (without bonus) এবং বোনাসসহ প্রফিট উত্তোলন এর ক্ষেত্রে Available for withdrawal (with bonus safe) থেকে দুইটি বিভাগ রয়েছে। মনে রাখবেন এই বিভাগের ঘরগুলোতে যে পরিমান অংক প্রদর্শিত হবে শুধুমাত্র সেই পরিমান অর্থ আপনি উত্তোলন করতে পারবেন। নয়ত অ্যকাউন্টে ট্রেডিং স্থগিত হয়ে যেতে পারে। ধন্যবাদ