ফরেক্স মার্কেটে আছি -ভালই চলছে-প্রফিট হচ্ছ গুনগুনিয়ে গান গাইতেছি হঠাৎ মনে হয় আমি একা-কেউ মার্কেটে নেই, কারণ আমি মার্কেটের অবস্থা যেদিকে চিন্তা করি ঠিক তার বিপরীত দিকে দৌড়াতে থাকে- কোনভাবেই আর নিয়ন্ত্রনে আসে না, এভাবে যতক্ষণ ব্যালেন্স জিরো না হয় ততক্ষণ, ব্যালেন্স জিরো হওয়ার পর মার্কেট পক্ষে আসে তখন মনের অবস্থা,,,,,, আর কোন বন্ধুর এমনটা ঘটেকিনা জানিনা তবে এর রহস্যজনক কারণ কেউ জানাতে পারলে হয়ত উপকৃত হতাম বলে মনে হয়।