1 Attachment(s)
ফরেক্সে বিড প্রাইস এবং আস্ক প্রাইস কি?
ফরেক্স ট্রেডিং দুটি মুদ্রা নিয়ে গঠিত। অর্থাৎ ফরেক্স ট্রেডিং মানে হল একটি মুদ্রা দিয়ে অন্য মুদ্রার ক্রয় বিক্রয়। বিড এবং আস্ক শব্দটি সম্ভাব্য মূল্যকে নির্দেশ করে যেখানে মার্কেটে ক্রেতাদের এবং বিক্রেতারা ক্রয় এবং বিক্রয় করতে ইচ্ছুক।
বিড প্রাইস
বিড প্রাইস এমন সেই মূল্য যেখানে একজন বিনিয়োগকারী উক্ত কারেন্সি পেয়ারে ওই দামে সেল করতে করতে ইচ্ছুক। উদারহন স্বরূপ যেমন – EUR/USD = 1.5000/1.5003 এই কারেন্সি পেয়ার দুটির প্রথমটিকে বলা হয় Bid Price (বিড প্রাইস)। এখানে বিড প্রাইস হচ্ছে সেই প্রাইস যা আপনার বেইজ কারেন্সি এর সেল প্রাইস।
আস্ক প্রাইস
আস্ক প্রাইস এমন সেই মূল্য যেখানে একজন বিনিয়োগকারী উক্ত কারেন্সি পেয়ারে ওই দামে বাই করতে ইচ্ছুক। EUR/USD = 1.5000/1.5003 এই কারেন্সি পেয়ার দুটির দ্বিতীয়টিকে বলা হয় Ask Price (আস্ক প্রাইস)। আর আস্ক প্রাইস হচ্ছে সেই প্রাইস যা আপনার বেইজ কারেন্সি এর Buy Price (বাই প্রাইস)।
অর্থাৎ আপনি যখন বেইজ কারেন্সি সেল করবেন তখন আপনার সেল প্রাইস হবে বিড প্রাইস, এই বিড প্রাইসই মূলত মূদ্রাজোড়ার Current Price। বেইজ কারেন্সি আবার আপনি যখন বেইজ কারেন্সি বাই করবেন তখন আপনার বাই প্রাইস হবে আস্ক প্রাইস। যেমন – EUR/USD = 1.5000/1.5003, আপনি যদি সেল এ ধরে ট্রেড ওপেন করেন তাহলে আপনার সেল প্রাইস হবে বিড প্রাইস বা 1.5000 এবং আপনি যদি বাই ধরে ট্রেড ওপেন করেন, তাহলে আপনার বিড প্রাইস হবে আস্ক প্রাইস বা 1.5003।
[ATTACH=CONFIG]8510[/ATTACH]