-
বিকল্প ইনকাম
আমি একজন চাকুরিজীবি কিন্তু বিকল্প ইনকাম হিসাবে ফরেক্স করি। কারণ কথায় বলে না এক ঝুড়িতে সব ডিম রেখোনা অর্থ াত শুধু একটির উপর নির্ভরশীল হওয়া যাবে না । এ জন্য অবসর টাইমে আমি ফরেক্স এর মাধ্যমে ইনকাম করার চেষ্টা করি । এজন্য আমর মনে হয় মানি ম্যানেজমেন্ট এবং একটু ধৈর্য ধরে পরিশ্রম করলে ফরেক্স এর মাধ্যমে ভালো একটা ক্যারিয়ার গঠন করা সম্ভব । এ ব্যাপারে সিনিয়র ভাইদের হেল্প নিলে সহজ হবে।ফরেক্স নিয়ে একটু পড়াশোনা ও করতে হবে।
-
ফরেক্স একটি অনলাইন বিজনেস আপনি যে কোন পরিস্থিতিতে যে কোন পরিবেশে এবং যেকোন সময় যেকোন জায়গায় বসে ফরেক্স কাজ করতে পারবে। মানুষ তার পার্ট টাইম জব বা বিকল্প কাজ হিসেবে ফরেক্স কে বেছে নেয় কারণ তার যে কোন চাকরি ব্যবসা থাকতে পারে পাশাপাশি ঘরে বসে কাজ করার জন্য ফরেক্স কে বেছে নিয়েছেন। এজন্য বলা হয় ফরেক্স একটি বিকল্প আয়ের উৎস।
-
ফরেক্স হয়ছে আমার বিকল্প ইনকাম এর রাস্তা,আমি একজন চাকুরিজীবী আমি আমার জব এর পাশা পাশি এই বিজিনেস করছি,চাকরি থেকে প্রাপ্ত অর্থ খুব কম তাই বিকল্প হিসেবে ফরেক্স কে বেছে নিয়েছি,এই খান হতে আমি ভালো প্রফীট করতে পারছি,যা আমার বিভিন্ন পারিবারিক খরচ মেটাতে সাহায্য করে।
-
হ্যা ভাই চাকরির পাশাপাশি একটু সময় দিয়ে ফরেক্স ট্রেড করতে পারলে বেশ ভাল আয় করা যাই যেটা কিনা অন্য কোন কাজ করে আয় করা সম্ভব নয়। কারন ফরেক্স ট্রেড এমন একটি ব্যবসা যেটা শুধুমাত্র একটি মোবাইল দিয়েই করা যাই এবং সেটা যে কোন কাজের মধ্যে করা যাই। তাই চাকরির পাশাপাশি বাড়তি আয় করার জন্য ফরেক্স এর কোন বিকল্প হয় না। আমিও একজন চাকুরীজিবী আমিও চাকরীর পাশাপাশি ট্রেড করে থাকি আর ভালই প্রফিট করি যদি নিয়মিত ফরেক্স থেকে ভাল প্রফিট করতে পারি তাহলে আর চাকরী করবো না শুধুমাত্র ফরেক্স নিয়ে পড়ে থাকব কারন ফরেক্স একটি মজার ব্যবসা।
-
অনেকে চারকী অনেকে ব্যবসা আবার অনেকে ছাত্র হিসেবে ফরেক্স ট্রেড করে থাকে এতে করে বিভিন্ন কাজে অযথা সময় নষ্ট না করে সময়টি দিয়ে ফরেক্স ট্রেড করতে পারলে বেশ ভাল আয় করা যাবে। আর এখন অনেকে ফরেক্স কে পেশা হিসাবে নিয়েছে। তাই যদি আমরা ফরেক্স এ দক্ষতা অর্জন করতে পারি তাহলে বিভিন্ন পেশার ফাকে এটার মাধ্যমে অনেক আয় করতে পারব এমনকি এটাকে পেশা হিসাবে নিতেও পারব।
-
হ্যা ভাই চাকরির পাশাপাশি একটু সময় দিয়ে ফরেক্স ট্রেড করতে পারলে বেশ ভাল আয় করা যাই যেটা কিনা অন্য কোন কাজ করে আয় করা সম্ভব নয়। কারন ফরেক্স ট্রেড এমন একটি ব্যবসা যেটা শুধুমাত্র একটি মোবাইল বা কম্পিউটার দিয়েই করা যাই এবং সেটা যে কোন কাজের মধ্যে করা যাই। তাই চাকরির পাশাপাশি বাড়তি আয় করার জন্য ফরেক্স এর কোন বিকল্প হয় না।
-
ভাই আপনার চেষ্টা ও আত্মবিস্বাস দেথে আমার খুব ভাল লাগলো। কারন এই ব্যবসাতে প্রচুর ধৈর্য্য এবং সময়ের পাশাপাশি সেই সাহসিকতাও থাকতে হবে যা আপনার মধ্যে রয়েছে। তাই চেষ্টা করে যান এবং মহান (আল্লাহর) নিকট সাহায্য কামনা করুন। এবং পরিশেষে বলবো ফোরামের সকল সদস্যদের, সকল ট্রেডারদের পক্ষ থেকে আমর ছালাম ও সুভকামনা রইলো।
-
ফরবক্স আমার বিকল্প ইনকাম এর পথ,আমি সাধারণত একজন চাকুরীজীবি আমি আমার জব এর পাশাপাশি এই বিজিনেস করে থাকি,আমার ফরেক্স মার্কেট এ ৫০০ ডলার ইনভেস্ট আসে আমি প্রতেক মাসে ১০% প্রফিট করে থাকি,ফরেক্স,আমার বিকল্প পথ হিসেবে ভালো সার্পোট করছে।
-
আমরা সকলেই জানি যে ফরেক্স ট্রেডিং একটি আন্তর্জাতিক অনলাইন বিজনেস এবং এখানে বিশ্বের বিভিন্ন দেশের মানুষই এখানে কাজ করছে। আর ফরেক্সে কাজ করার জন্য আলাদা কোন সময়ের প্রয়োজন নেই এখানে আপনি যে কোন অবস্থায়ই কাজ করতে পারেন। এবং এটি একটি সম্পুর্ন স্বাধীন ব্যবসা। এখানে অনেকেই আছেন যারা তাদের চাকুরির পাশাপাশি এটা করছেন অনেকে আছেন যারা পড়াশোনার পাশাপাশি এটি করছে এবং এখানে গৃহিনীরাও যুক্ত আছেন। তাই এটা নিঃসন্দেহে বলা যায় বিকল্প একটা আয়ের মাধ্যম এতে কোন সন্দেহ নেই। আমিও এখানে কাজ করছি চাকুরির পাশাপাশি। তাই আপনারা চাইলে অবশ্যই এখানে কাজ করতে পারবেন। ধন্যবাদ