1 Attachment(s)
ফরেক্স অ্যাকাউন্ট ওপেনিং বোনাস
বিভিন্ন বোকার ফরেক্সে অ্যাকাউন্ট ওপেনিং বোনাস দিয়ে থাকে। তারমধ্যে নো ডিপোজিট বোনাস, ওয়েলকাম বোনাস, অ্যাকাউন্ট খোলার পর ডিপোজিট বোনাস, এবং অ্যাফিলিয়েট বোনাস হল অন্যতম। তবে ফরেক্সে অ্যাকাউন্ট ওপেনিং বোনাস বলতে আমরা কোন ব্রোকারে প্রথমবারের যে অ্যাকাউন্ট খোলা হয় সে অ্যাকাউন্ট খোলার বোনাস বা স্টার্টআপ বোনাস বা নো ডিপোজিট বোনাস বলে থাকে। প্রথমবার অ্যাকাউন্ট খোলার জন্য বোনাস প্রদান করে এমন ব্রোকারএর মধ্যে অন্যতম ইন্সটাফরেক্স। তারা প্রথম বার ফরেক্স অ্যাকাউন্ট অপেনিং এর জন্য ৫০০-৫০০০ ডলার দিয়ে থাকে অঞ্চল ভেদে। তবে বাংলাদেশী ট্রেডারদের জন্য এই বোনাসের পরিমান হল ৫০০ ডলার। এই বোনাস অ্যাকাউন্ট খোলার সাথে সাথে দেওয়া হয়। এবং রুলস অনুযায়ী এর প্রফিট উত্তোলন করা যায়। আমার মতে বাংলাদেশের প্রায় বেশিরভাগ ট্রেডার ইন্সটাফরেক্সের এই অফার লুফে নিয়েছে।
যাদের প্রথম অবস্থায় বিনিয়োগ করার কোন টাকা নেই বা যারা কোন ব্রোকারের ট্রেডিং কন্ডিশন টেস্ট করতে চান তারা তাদের জন্য এই ধরনের ফরেক্সে অ্যাকাউন্ট ওপেনিং বোনাস ভাল। এতে নিজের কোন লস হওয়ার সম্ভাবনা নেই বা কোন প্রকার ডিপোজিট না করেই ব্রোকারের ট্রেডিং কন্ডিশন টেস্ট করা যাই। তারা যারা এখনো এই ধরনের অ্যাকাউন্ট এখনো নেন নি তারা এই সুযোগগুলো নিতে পারেন।
[ATTACH=CONFIG]8550[/ATTACH]