-
ফরেক্স নিয়ে স্বপ্ন
ফরেক্স নিয়ে যারা স্বপ্ন দেখে তাদের জন্য বলি ”স্বপ্নই শুধু পারে ব্যর্থতার তলানী থেকে একজন মানুষকে আবার উঠে দাঁড়ানোর সাহস যোগাতে” । ফরেক্স নিয়ে বড় স্বপ্ন দেখা অবাস্তব কিছু নয়-ফরেক্স সম্পর্কে ভালোভাবে জেনে,নিয়ম-কানুনগুলো মাথায় রেখে নিজের মতো করে পেশা হিসাবে বড় স্বপ্ন বাস্তবায়নের জন্য চেষ্টা করে তাহলে অবশ্যই সম্ভব। তাইতো বলা হয় ”পথ যেদিকে নিয়ে যায় সেদিকেই যেওনা।যেদিকে কোনও পথ নেই ,সেদিকে হাঁটো এবং নিজের চিহ্ন রেখে যাও “। এজন্য যারা ফরেক্সে যারা সফল তাদের উচিৎ অন্যদের উৎসাহিত করা মার্ক টোয়েনের ভাষায়-” যারা তোমার বড় স্বপ্নকে নিরুৎসাহিত করে,তাদের থেকে দূরে থাকো। ছোট মানসিকতার মানুষরাই বড় স্বপ্ন দেখতে ভয় পায়। যারা আসলেই বড় মনের মানুষ ,তারা সব সময়ে তোমাকে উৎসাহ দেবে”।
-
স্বপ্ন কে না দেখে-সকলেই দেখে বড় হবার স্বপ্ন। সুন্দর একটা পোস্ট দেওয়ার জন্য ধন্যবাদ।
-
প্রায় দীর্ঘ ৫ বছর যাবত ফরেক্স সম্পর্কে জানি কিন্তু এখন পর্যন্ত কিছুই করতে পারি নি । কারণ আমার কোন ধৈর্য ছিল না তাই কয়েকবার হয়ে গেছে আমি ফরেক্স ব্যবসা করেছি আবার ছেড়ে দিয়েছি । কিন্তু ফরেক্স নিয়ে আমারও কিছু স্বপ্ন আছে তাই নিজেকে ধরে রাখতে পারি নি, বার বার ফিরে এসেছি নতুন উদ্যমে কিন্তু দীর্ঘস্থায়ী হয় নি । তবে এবার সিদ্ধান্ত নিয়েছি ফরেক্স আগে ভাল করে শিখব এবং তারপর স্বপ্ন পূরণের দিকে এগোব ।
-
সব কিছু নিয়েই সবার একটা না একটা স্বপ্ন থাকে। সেই দিক দিয়ে আমি বলবো ফরেক্স ট্রেডিং নিয়ে আমার স্বপ্ন হলো এখানে কাজ করে আমি একজন সফল ট্রেডার হতে চাই এবং পাশাপাশি আমি আরও দক্ষ ও অবিজ্ঞ হয়ে অন্য বেকার যুবকদেরও এতে উৎসাহিত করতে চাই যাতে করে তারাও তাদের বেকারত্ব সমস্যা দুর করতে পারেন সেই সাথে তারা আর্থিক ভাবেও স্বচ্ছল হতে পারে। এটাই হলো ফরেক্স নিয়ে আমার স্বপ্ন।
-
মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে।স্বপ্ন বাচায় জীবনটা।বিশ্বাস বছরের পর বছর লাগে অর্জন করতে কিন্তুু একসেকেন্ড লাগে হারাতে।
সবকিছুই নিয়ে সবার স্বপ্ন থাকে।ভালো কিছু স্বপ্নই মানুষকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে।আমিও স্বপ্ন দেখি ফরেক্সে ভালো কিছু করার।তার জন্য চেষ্টা করছি।সময় দিছি।আশা করি স্বপ্ন পূরণ হবে