Originally Posted by
SaifulRahman
ফরেক্স মার্কেট হল কারেন্সি মাকেট, আমরা সাধারনত বিভিন্ দেশের কারেন্সী নিয়েই বেশিরভাগ ট্রেডাররা কাজ করি, কিন্তু আমাদের এখানে জানতে হবে যে এখানে কয়েক প্রকার কারেন্সি বিদ্যমান রয়েছে আর সব কারেন্সির নেচার কিন্তু একরকম নয়। আমারা যেসব কারেন্সিগুল দেখি তা প্রধানত ৩ ভাগে ভাগ করা হয়েথাকে. ১.মেজর কারেন্সি পেয়ার ২.ক্রস কারেন্সি পেয়ার ও ৩. এক্সোটিক কারেন্সি পেয়ার..
মেজর কারেন্সি পেয়ার: যেসব পেয়ার গুলি USD এর সাথে জুড়ে পেয়ার গঠন করে সেগুলি মুলত মেজর পেয়ার যেমন- EURUSD GBPUSD USDJPY USDCAD NZDUSD AUDUSD USDCHF Etc.
ক্রস কারেন্সি পেয়ার: আর USD বাদে যেসব পেয়ার গুলি সব থেকে বেশি প্রচলিত সেগুলি হল ক্রস পেয়ার, যেমন- EURGBP EURJPY GBPJPY GBPCHF AUDCAD CADCHF etc.
এক্সোটিক কারেন্সি পেয়ার: আর বাকি কিছু পেয়ার রয়েছে যেগুলি ক্রস যেমন- USDZAR, USDMXN USDINR, etc..
এখানে আমরা সাধারনত লাস্ট এর পেয়ার এ কাজ করি না, কারন মুলত স্প্রেড প্রচুর হয় আর লিকুইড কম থাকার কারনে মুভমেন্ট ও কম হয় অন্য কারেন্সি পেয়ারের থেকে তাই আমরা মুলত এই শ্রেনীর কারেন্সি কে বাদ দেব। এখন যে ২ টা শ্রেনীর কারেন্সি থাকছে তার দিকে লক্ষ করলেও আমরা দেখতে পায় প্রায় সব মিলিয়ে ২৫-৩০ টি পেয়ার রয়েছে...
মুলত আমার কারেন্সি পেয়ারের সব থেকে পছন্দের কারেন্সি হচ্ছে USD তাই আমি সাধারনত USD রিলেটেড পেয়ারে ট্রেড করি যা সাধারণত মেজর পেয়ার নামে পরিচিত, এছাড়া CHF এর কারেন্সি পেয়ার একটু মাঝে মাঝে অদ্ভুত আচরন করে থাকে।।