দৈনিক ভিত্তিতে ফরেক্স মার্কেট হতে কত মুনাফার টার্গেট করা উচিত? আর এর জন্য কি লট বাড়ানো উচিত নাকি বেশি পিপস ধরা উচিত? যদি বেশি পিপস ধরা হয় তাহলে দৈনিকভিত্তিতে মুনাফা আসে না। আর যদি বড় লট নিয়ে ট্রেড করি তাহলে দৈনিকভিত্তিতে সহজেই ভাল মুনাফা করা যাওয়ার কথা? আপনাদের মতামত কি? কিভাবে এই মার্কেটে ট্রেড করা উচিত?