মানি ম্যানেজমেন্ট এর বেসিক কিছু বিষয় ।
ফরেক্স ট্রেডিং সম্পর্কে আসলে এখন আমরা অনেকেই কম বেশী কিছু জানি । শুধু একটা কথা আবার বলব ফরেক্স ট্রেডিং আসল রাতারাতি বড়লোক হবার মাধ্যম নয় । অনেকে এই ধারণা নিয়ে ফরেক্স এ ট্রেড করে তাদের মূলধন হারিয়েছে । আমি মনে করি আপনি যদি নিয়মিত ফরেক্স থেকে একটা ভাল পরিমাণ লাভ করতে চান তাহলে আপনার প্রয়োজন আপনার মোটামুটি ১০০০$ মূলধন । তারপর আপনি মানি ম্যানেজমেন্ট করে অল্প অল্প লট এর ট্রেড দেন দেখবেন প্রায় প্রতিটি ট্রেডে আপনি ভাল পরিমাণ লাভ করতে পারছেন । আসলে আমি মনে করি ফরেক্স ট্রেডিং এ ক্যাপিটাল ম্যানেজমেন্ট অনেক বড় একটা বিষয় । এটা আমার বাস্তব অভিজ্ঞতা । আপনারাও চেষ্টা করতে পারেন , ইনশাল্লাহ অবশ্যই ফল পাবেন ।