বোনাস দিয়ে কি প্রফিট করা যায়??নাকি ইনভেস্ট এ বেশি লাভ করা যায়।আমার ইনভেস্ট করার সামথ নাই, তাই বোনাস দিয়ে টেড করার ইচ্ছে হচ্ছে। শুনেছি বোনাসে নাকি তেমন লাভ হয় না।আর নাকি প্রফিট তুলতে দারুন ঝামেলা পোহাতে হয়??
Printable View
বোনাস দিয়ে কি প্রফিট করা যায়??নাকি ইনভেস্ট এ বেশি লাভ করা যায়।আমার ইনভেস্ট করার সামথ নাই, তাই বোনাস দিয়ে টেড করার ইচ্ছে হচ্ছে। শুনেছি বোনাসে নাকি তেমন লাভ হয় না।আর নাকি প্রফিট তুলতে দারুন ঝামেলা পোহাতে হয়??
ভাই বোনাস আপনি যখন কাউকে দিবেন তখন নিশ্চয় তার মধ্যে আপনার কোন সার্থ থাকবে না হলে কেন বোনাস দিবেন। আর বিভিন্ন ব্রোকার যে বোনাস দিয়ে থাকে সেটা দিয়ে ট্রেড করা অনেক টাপ। কারন তাতে অনেক শর্ত থাকে শেষমেষ আপনি আপনার প্রফিটের টাকা তুলতেই পারবেন না। কিন্তু ফোরামে যে লেখালিখির মাধ্যমে বোনাস দেওয়া হয় সেটা একান্তই আপনর সম্পদ আপনি সেটা দিয়ে ট্রেড করে যে প্রফিট করতে পারবেন সেটা বিনা শর্তে তুলতে পারবেন। এটা নতুন ট্রেডারের জন্য অনেক বড় একটি পাওয়া এবং যারা বিনিয়োগ করে ট্রেড করতে পারে না তাদের জন্যও অনেক বেশি পাওয়া।
ফরেক্স সম্পর্কে যথেষ্ট জ্ঞ্যন না থাকলে আপনার ইনভেস্ট করা উচিত নয় । তাছাড়া ইন্সতাফরেক্স আমাদেরকে ফোরাম থেকে বোনাস নেয়ার সুযোগ সৃষ্টি করে দিয়েছে । আমরা এই বোনাস ইনভেস্ট করে যা লাভ করব সবই কোন শর্ত ছাড়াই উত্তোলন করা যাবে । আপনি লিখেছেন বোনাসে তেমন লাভ হয় না । কথাটা আসলে সত্যি নয় । কারণ লাভ করাটা বোনাস বা রিয়াল ডলারের উপর নির্ভর করে না । আপনার যদি ফরেক্স সম্পর্কে ভাল জানা থাকে এবং অভিজ্ঞতা থাকে তাহলে আপনি অবশ্যই ফরেক্স ব্যবসায় ভাল কিছু করবেন । তাই আগে ফরেক্স ভাল করে শিখুন তারপর ইনভেস্ট করুন ।
ফরেক্স মার্কেট এ এমন অনেক ট্রেডার আছে যাদের ডিপোজিট বা ইনভেস্ট করার মতো সামর্থ্য নেই কিন্তু তার পরেও তারা ফরেক্সে ট্রেডিং এর মাধ্যমে প্রফিট করতে সক্ষম হচ্ছে।কারণ ফরেক্স ফোরাম থেকে অর্জিত বোনাস এর মাধ্যমে ও ট্রেডিং করা যায় এবং ট্রেডিং করে প্রফিট করা সম্ভব, তাই বলব আপনার যদি ফরেক্স সম্পর্কে যথাযথ জ্ঞান ,অভিজ্ঞতা ও দক্ষতা থাকে তাহলে অবশ্যই আপনি বোনাস দিয়ে ট্রেডিং করার মাধ্যমে ফরেক্স থেকে প্রফিট করতে পারবেন, আর আপনি ভুল শুনেছেন যে বোনাস দিয়ে বেশি প্রফিট করা বা লাভ করা যায় না,আসলে আপনি লাভ বা লস করবেন সেটা আপনার অভিজ্ঞতা দক্ষতা ও পরিশ্রমের উপর নির্ভর করবে, এটা বোনাসের ডিপোজিট না আপনার ইনভেস্ট করার ডিপোজিট এটা কোন ফ্যাক্টর নয়।তাছাড়া বন্ধ করার ক্ষেত্রে অবশ্যই কিছু নিয়ম আপনাকে মানতে হবে তবে সেটা কঠিন কোনো বিষয় নয় বলেই আমি মনে করি।