ইন্সটাফরেক্স একাউন্ট ভেরিফাই করার নিয়মাবলি
প্রিয় বন্ধুগণ, আমাদের সকলেরই কম বা বেশি ভেরিফিকেশন সংক্রান্ত জ্ঞান আছে। কি কি ধরনের কাগজপত্র লাগবে - ১) আপনার ভোটার আইডি বা স্মার্ট কার্ড এর দুই পিঠের ক্লোজ দুইটি আলাদা আলাদা স্ক্যান কপি অথবা পাসপোর্টের যে দুই পৃষ্ঠাতে আমাদের সব ডিটেইলস দেয়া থাকে ঐ ২ পৃষ্ঠার স্ক্যান কপি। ২) আপনার অরিজিনাল ভোটার আইডি কার্ড বা স্মার্ট কার্ডটি আপনার ডান হাতে ধরে বুক সমান একটি সেলফি (কার্ডের সবকিছু যেন বুঝা যায় এমনভাবে তুলতে হবে)। ৩) আপনার ব্যাংক স্টেটমেন্টের অরিজিনাল কপির স্ক্যান কপি (যদি দুই পৃষ্ঠা হয় তাহলে দুই পৃষ্ঠাই)।
এবার আসি কিভাবে স্টেপ বাই স্টেপ ডকুমেন্টস গুলো আপলোড করতে হবে।
First Verification Level:
১) প্রথমে অরিজিনাল ভোটার আইডি কার্ড বা স্মার্ট কার্ডটি আপনার ডান হাতে ধরে তোলা সেলফিটি আপলোড দিন।
২) তারপর আপনার ভোটার আইডি বা স্মার্ট কার্ডের দুই পিঠের আলাদা আলাদা স্ক্যান কপি দুইটি আলাদা আলাদাভাবে আপলোড করুন।
এই স্টেপের ভেরিফিকেশন কম্পিলিট হতে সম্ভবত ২৪ ঘন্টা সময় লাগবে, ডকুমেন্টস গুলো যদি Approve হয় তাহলে First Step Verification বক্সের নিচে Documents have been approved লেখা সবুজ একটা বক্স আসবে। ব্যাস হয়ে গেল First Verification Level.
Second Verification Level:
এখানে আপনার ব্যাংক স্টেটমেন্টের অরিজিনাল কপির স্ক্যান কপি আপলোড করতে হবে। এখানেও ২৪ বা তার বেশি সময় নিতে পারে। আর আপনার ডকুমেন্টস যদি সঠিক থাকে তাহলে আবারও এখানে Documents have been approved লেখা সবুজ একটা বক্স আসবে।
Third Verification Level:
এখানে আপনাকে একটি সতর্কতা অবলম্বন করতে হবে, সেটা হল আপনি First Verification Level এ আপনার অরিজিনাল ভোটার আইডি কার্ড বা স্মার্ট কার্ডটি আপনার ডান হাতে ধরে তোলা সেলফিটি আপলোড করেছিলেন ঠিক সেই ছবিটিই এখানে আপলোড করতে হবে।
চেষ্টা করেছি সহজ ভাষায় সবকিছু তুলে ধরার জন্য। আশা করি এভাবে কাজ করতে পারলে ২-৫ দিনের মধ্যে আপনার একাউন্ট ভেরিফিকেশন হয়ে যাবে।
{বিঃদ্রঃ প্রথম স্টেপে ডকুমেন্টস আপলোড করে অপেক্ষা করতে হবে, যতক্ষন পর্যন্ত ডকুমেন্টস গুলো approved না হচ্ছে ততক্ষন দ্বিতীয় স্টেপে ডকুমেন্টস আপলোড দেয়া যাবে না}