আমি আপনাদের মাঝে একেবারেই নতুন।শুনেছি ফরেক্স মাকেটে নাকি সবাই লাভকরে।কিন্তু কিভাবে এ মাকেটে লাভ/লস হয়???
Printable View
আমি আপনাদের মাঝে একেবারেই নতুন।শুনেছি ফরেক্স মাকেটে নাকি সবাই লাভকরে।কিন্তু কিভাবে এ মাকেটে লাভ/লস হয়???
হ্যা ফরেক্স এ লাভ লস হই।কারণ, না বুঝে বেশি টাকা ইনভেষ্ট করলে লস তো হবেই।আর বুঝেশুনে টাকা ইনভেস্ট করলে কোনো লস হবে না।যারা বুঝেশুনে কাজ করে তাদের লস কম এ হই।আর যারা না বুঝে কাজ করে তাদের লস এ বেশি হই।লাভ কম হই।এইজন্য আমরা সবাই বুঝেশুনে কাজ করবো।তাহলে আমাদের লস টা কম হবে।লাভ টা বেশি হবে।
ফরেক্স ট্রেডিং এ লাভ লসের হিসেব করতে গেলে প্রথমেই বলবো ফরেক্স ট্রেডিং সম্পর্কে ভালো করে জানতে। যদি আপনি ফরেক্সে দক্ষ ও অবিজ্ঞ হয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে ভালো প্রফিট আয় করতে পারবেন। আর যদি আপনি ফরেক্সে দক্ষ ও অবিজ্ঞ না হয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে লসের সম্মুখীন হতে হবে এমনকি অনেক সময় একাউন্ট জিরো হওয়ারঝুঁকিও থাকে। তাই ফরেক্সে লাভ করতে হলে অবশ্যই ফরেক্স ট্রেডিং সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে সেই সাথে মার্কেট এনালাইসিস করে এবং নিউজ বুঝে ট্রেড করারও সামর্থ্য থাকতে হবে। কেবলমাত্র আপনি এখানে ভালো প্রফিট আয় করতে পারবেন অন্যথায় লস করতে হবে। ধন্যবাদ
ফরেক্স ট্রেড করতে হলে অবশ্যয় এখানে লাভ এবং লস হয়ে থাকে আপনি যেহেতু নতুন তাই আপনার কাছে ফরেক্স নিয়ে নানা প্রশ্ন থাকবে তাই সবচেয়ে ভাল হবে ইন্টারনেটে সার্চ করেন তাহলে সহজে আপনি সব প্রশ্নের উত্তর পাবেন। তারপরও আপনার প্রশ্নের উত্তর হিসাবে আমি বলতে চাই যদি আপনি ট্রেড করার জন্য ইউরোইউএসডি পেয়ার নির্বাচন করেন তাহলে যদি এই পেয়ারের প্রাইজ হয় ১.১২০০ তবে যদি আপনি এই প্রাইস এ সেল ট্রেড করেন তাহলে প্রাইজ ১.১২০০ এর নীচে যেতে থাকে তাহলে আপনার প্রফিট হবে আর যদি উপরে উঠতে থাকে তাহলে আপনার লস হবে তেমনী বাই করলে প্রাইজ উপরে উঠলে আপনার লাভ হবে আর নীচে নামলে লস হবে আশাকরি বুঝতে পেরেছেন।
ফরেক্স ট্রেডিং এ লাভ বা লস দুইটাই আপনার উপরে নির্ভর করে থাকে।আপনি যদি ফরেক্স সম্পর্কে সঠিকভাবে অভিজ্ঞতা এবং দক্ষতা অর্জন না করে ফরেক্স মার্কেটে ইনভেস্ট করে থাকেন তাহলে অবশ্যই আপনার ফরেক্স মার্কেটের লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে।আর আপনি যদি ফরেক্স সম্পর্কিত সঠিকভাবে দক্ষতা অভিজ্ঞতা অর্জন করে ফরেক্স মার্কেটে ইনভেস্ট করে কাজ করে তাহলে অবশ্যই ফরেক্স থেকে আপনি ভাল আয় করতে পারবেন। সর্বোপরি ফরেক্স মার্কেটের লাভ বা লস ডিপেন্ড করে আপনার অভিজ্ঞতার উপর। যদি আপনার ফরেক্স সম্পর্কিত অভিজ্ঞতা ভালো হয় তাহলে আপনার আয় ভালো হবে আর যদি ফরেক্স সম্পর্কিত অভিজ্ঞতা খারাপ হয় তাহলে আপনার লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে।
ভাই আমিতো একেবারেই নতুন আপনাদের মাজে তাই মনের মাধ্যে নানান প্রশ্ন ঘুর পাক খায়।তাই আপনার কাছে প্রশ্ন আমার,আপনি কি কি বুঝে শুনে কাজ করে প্রফিট পান?একটুযদিবলতেন?
সেল টেড এ নিচে নামলে লাভ হবে কেন?যদি একটু বুঝিয়ে বলতেন।তাহলে আমি আরও কিছু প্রশ্ন করতাম আপনার কাছে
আমরা জানি ফরেক্সে দুটি কারেন্সি মিলে একটি পেয়ার হয়। অর্থাৎ একটি কারেন্সি দিয়ে অপর কারেন্সি ক্রয় বিক্রয় করবেন। ধরুন আপনি eur/usd তে ট্রেড করবেন। এখন আপনি এই পেয়ারে বাই এবং সেল যেকোনো একটি ট্রেড নিতে পারবেন। ধরুন আপনি eur/usd পেয়ারে বাই নিলেন অর্থাৎ আপনি মার্কিন ডলারের বিনিময়ে ইউরো বাই করবেন। ধরুন আপনি eur/usd পেয়ারে ১.২০০০ তে বাই করলেন, বাই করার পর দাম বেড়ে ১.২৩০০ হল অর্থাৎ ১০০ পয়েন্ট বা ১০০ পিপ্স বেড়েছে তার মানে আপনি ১০০ পয়েন্ট বা ১০০ পিপস লাভ করেছেন। আপনি যদি ১ লটে ট্রেড নিয়ে থাকেন এবং ১.২৩০০ তে ট্রেডটি ক্লোজ করেন তাহলে আপনার ১০০x১ = ১০০ ডলার প্রফিট হবে। এখন বিপরীতেভাবে চিন্তা করুন। ধরুন আপনি eur/usd পেয়ারে ১.২০০০ তে বাই করলেন, বাই করার পর দাম কমে ১.২১০০ হল অর্থাৎ ১০০ পয়েন্ট বা ১০০ পিপ্স কমে গেছে তার মানে আপনি ১০০ পয়েন্ট বা ১০০ পিপস লস করেছেন। আপনি যদি ১ লটে ট্রেড নিয়ে থাকেন এবং ১.২১০০ তে ট্রেডটি ক্লোজ করেন তাহলে আপনার ১০০x১ = ১০০ ডলার লস হবে।
ফরেক্স মার্কটে ট্রেড করতে হলে প্রথমে আপনাকে ফরেক্স এর ওপর দক্ষ হতে হবে। দক্ষতা ছাড়া ফরেক্স মার্কেটে টিকে থাকা কঠিন। তাই একজন নতুন ফরেক্স মেম্বারকে প্রাথমিক অবস্থায় মিনিমাম ছয় মাস ডেমো ট্রেডিং করা উচিত। ডেমো ট্রেডিং ছাড়া দক্ষতা অনায়ন করা সম্ভব নয়। যারা ডেমো ট্রেডিং ছাড়া সরাসরি লাইভ ট্রেডিং করতে আসবে তারা ফরেক্স মার্কেটে হয় লস করবে নইলে ব্যালেন্স শূন্য করে ফেলবে। কারণ তারা ট্রেডিং সিস্টেম গুলো বুঝবে না। ট্রেড করার কিছু নিয়ম আছে যারা এই নিয়ম মেনে ট্রেড করবেন তারা ফরেক্স মার্কেটে লাভ করবে। যারা নিয়ম মেনে ট্রেড করবে না তারা ফরেক্স মার্কেটে বেশি দিন টিকে থাকতে পারবে না। যেমন ট্রেড করার পূর্বে সঠিকভাবে মার্কেট এনালাইসিস করে নেওয়া, মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করা এবং বেশি ঝুঁকি নিয়ে ট্রেড না করা, লোভ না করা, এক্সাইটেড হয়ে ট্রেড না করা এইগুলি মেনে যারা ট্রেড করবে তারা ফরেক্স মার্কেটে নিয়মিত প্রফিট করবে। আর যারা এই নিয়মগুলো মেনে চলবে না তারা ফরেক্স মার্কেটে লস করবে তো বটেই। ফরেক্স মার্কেটে তাদের টিকে থাকাটাই কঠিন হয়ে দাঁড়াবে।
ফরেক্স মার্কেটের লাভ লস সম্পূর্ণ নির্ভর করে আপনার দক্ষতার ওপর। আপনি কিভাবে ফরেক্স এর কাজ করেছেন সেই অনুযায়ী আপনি ফলাফল পাবেন। আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা কে কাজে লাগিয়ে আপনি যদি সঠিক এনালাইসিস করে এবং সঠিক লট নির্বাচন করে নিয়ে ট্রেড করতে পারেন তাহলে আপনি পরের সে অবশ্যই একজন সফল ট্রেডার হতে পারবেন। আর যদি কোনো কারণে অধৈর্য তারেক বশবর্তী হয়ে ভুল কোন ট্রেড এন্ট্রি করে ফেলেন তাহলে অবশ্যই আপনাকে লাশের মুখ দেখতে হবে তাই সব সময় ঠান্ডা মাথায় কাজ করা উচিত কারণ ছোট্ট একটি ভুলের কারণে অনেক বড় খেসারত দিতে হতে পারে।