ফরেক্স ট্রেডিং থেকে আপনি কেমন আয় আশা করেন ?
সবারই একটা ধারণা ফরেক্স ট্রেডিং হচ্ছে দ্রুত টাকা আয় করার মাধ্যম । কিন্তু বাস্তবে কি তাই হয় ? মটেও না । ফরেক্স থেকে টাকা আয় করা অত সহজ নয় যতটা আমরা ভাবি । তবে হ্যাঁ , যদি আপনি ফরেক্স সম্পর্কে ভালভাবে জেনে ট্রেড শুরু করেন তাহলে ফরেক্স থেকে টাকা আয় করা অন্য যেকোনো বিজনেস থেকে সহজ ।
এখন আসি আয় করার পরিসর নিয়ে । আসলে ফরেক্স থেকে টাকা আয় করার মার্জিনটা নির্ভর করে আপনার ট্রেডিং সক্ষমতা আর আপনার মূলধন এর উপর । আপনার মূলধন যদি ১০০$ হয় তাহলে প্রতিমাসে ২০$+ আয় খারাপ না । তেমনি আপনার মূলধন যদি ১০০০$ হয় এবং আপনি যদি মানি ম্যানেজমেন্ট অনুসরণ করেন তাহলে আপনি খুব সহজেই ২৫০$ এর মত আয় করতে পাবেন । তাই আমার পরামর্শ হল ফরেক্স ট্রেডিং শেখার পাশাপাশি ট্রেডিং মূলধন সংগ্রহের চেষ্টায় থাকুন । তাহলে আপনার ভবিষ্যৎ ট্রেডিং ক্যারিয়ার লাভজনক হবে :1f60d: ।