কোনটা সেরা ? স্ক্যাল্পিং না সাধারণ ট্রেড ।
শর্টটার্ম বা কয়েক মিনিটের ছোট ট্রেডগুলোকেই মূলত: স্ক্যাল্পিং বলা হয় । এখানে ১ - ২০ পিপসের মধ্যে প্রফিট ক্লোজ করা হয়। ২০ পিপসের উপরে প্রফিট গেলে স্ক্যাল্পিং বলা যাবেনা -সেগুলো হয়ে যায় সাধারণ ট্রেড । কেউ কেউ স্ক্যাল্পিংয়ে খুব মজা পায় আবার কেউ কেউ স্ক্যাল্পিং বেশী রিস্ক মনে করে। তবে মার্কেট যেহেতু সব সময় উঠানামা করে সেহেতু স্ক্যাল্পিং করে ছোট ছোট প্রফিট লুফে নেয়া যায়। অনেকে বলেন স্ক্যাল্পিংয়ে এ্যানালাইসিস করার প্রয়োজন হয়না। কারণ হিসেবে বলেন মার্কেট যেদিকেই ট্রেন্ড হোক না কেন কিছু তো উটানামা করেই। আমার মতে স্ক্যাল্পিং করলেও মার্কেট এ্যানালাইসিস করে এ্যান্ট্রি নেয়া উচিত নচেত লস হওয়ার সম্ভাবনাই বেশী। রিস্ক মনে হলে সাধারণ ট্রেড করাই ভালো।