একজন সফল ফরেক্স ট্রেডার হবার জন্য কি কি দরকার ?
ফরেক্স ট্রেডিং খুবই লাভজনক বিজনেস । একজন সফল ফরেক্স ট্রেডার ফরেক্স থেকে কত টাকা আয় করে সেটা কি কল্পনা করতে পারেন ? তবে একজন সফল ফরেক্স ট্রেডার হতে হলে আপনাকে কিছু বিষয় খেয়াল রাখতে হবে । আপনি ৪/৫ মাসে ফরেক্স সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান অর্জন করতে পারবেন না । আমি এমন অনেক ট্রেডার দেখেছি যারা ৪/৫ বছর ধরে ফরেক্স এর সাথে লেগে আছে এবং আজ তারা সফল । আমি তাদের সান্নিধে থেকে কিছু বেসিক বিষয় শিখেছি । সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি ।
১. ফরেক্স সম্পর্কে প্রাথমিক জ্ঞান ।
২. অনুশীলন
৩. অনুশীলন + রিয়েল ট্রেডিং (খুব অল্প পরিমাণ ডিপোজিট করে)
৪. মানি ম্যানেজমেন্ট
৫. রিস্ক ম্যানেজমেন্ট
৬. ক্যাপিটাল ম্যানেজমেন্ট
৭. ধৈর্য
৮. আত্মবিশ্বাস
৯. লোভ ত্যাগ করা
১০. পরিকল্পনা
*** আমার মনে হয় আপনি যদি এইসব কিছু অর্জন করতে পারেন তাহলে অন্তত ফরেক্স থেকে নিঃস্ব হবেন না । ভাল পরিমানে আয় করতে পারবেন ।