-
ট্রেডার হওয়ার ধাপ !!!!!
ট্রেডার হওয়ার ধাপ ৫টি :
ধাপ-০১ : অচেতনে অযোগ্যতা :- অনেক বেশী ট্রেড করবে;প্রচুর রিস্ক নিবে,লস পূরণের জন্য ট্রেড সাইজ দ্বিগুন হবে আগের তুলনায়,মার্কেট যেদিকে সেদিকেই এ্যান্ট্রি নিবে, নিজের যোগ্যতা সম্পর্কে সম্পূর্ণ অন্যমনস্ক থাকবে ।
ধাপ-০২: সচেতনে অযোগ্যতা :- যেমনটি ভেবেছেন ফরেক্স ঠিক তেমনটি নয়, সচেতনভাবে বুঝতে পারবেন যে আপনার রেগুলার প্রফিট করার মত যোগ্যতা বা জ্ঞান নেই ।
ধাপ-০৩: ইউরেকা :- ট্রেড করবেন নিজস্ব মেথডে, ১টা সিস্টেম নিয়ে কাজ করা শুরু করবেন যেটা আপনার সাথে যায়, খুশি হতে শুরু করবেন,লস ডিফাইন করা শুরু করে দেবেন,ট্রেড খারাপ হলে রাগ করবেন না,আপনি ভাল মানি ম্যানেজমেন্ট,লিভা েজ ইত্যাদি সম্পর্কে শিখবেন ।
ধাপ-০৪: সচেতনে যোগ্যতা :- সিস্টেম ট্রেড করতে বললেই ট্রেড করেন,লাব-লসের কারণে মানসিক অবস্থা পরিবর্তন হবে না,প্রতি সপ্তাহে ধারাবাহিক লাভ করতে থাকবেন,অন্য ট্রেডারদের সম্মান পাবে ও অনেককে সিগন্যাল দিবে ।
ধাপ-০৫: অচেতনে যোগ্যতা:- চেয়ারে বসেন ট্রেড করেন অচেতনভাবেই,লাভ লস কোনটাই আনন্দ/উচ্ছাস প্রকাশ করতে পারে না,ট্রেডিংয়ের কল্পনারাজ্য -অনুভূতি আয়ত্ব করেছেন,এমন একজন ট্রেডার যার এ্যাকাউন্ট প্রতিনিয়ত বাড়ছে,জবের মতই মনে হবে,সফল হওয়ার কারণ যোগ্যতা নয়,টিকে থাকার শক্তি।
নিজেকে জিজ্ঞেস করুন- ”আপনি কত বছর স্কুল,কলেজ ,বিশ্ববিদ্যালয়ে যেতেন যদি জানতেন শেষে আপনার জন্য বছরে মিলিয়ন ডলার বেতনের একটা চাকরী অপেক্ষা করছে “?
-
উপরোক্ত বক্তব্যের সাথে আমি একমত যে কেউ যদি উক্ত ৫টি ধাপে টিকে থাকতে পারে এবং দক্ষতার সাথে পর্যায়ক্রমে ধাপগুলো বুদ্ধিমত্ত্বার সাথে অতিক্রম করতে পারে তাহলে সে একজন সফল দক্ষ ট্রেডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। আসলে সবাই চাই ফরেক্সে সফল হতে কিন্তু অনেকে সফলতার সাথে টিকে থাকতে পারে আবার অনেকেই পাতার মতই ঝরে পড়ে।
-
ফরেক্সে একজন সফল ট্রেডার হতে হবে বেশ কিছু ধাপ পার হতে হবে। যেমন প্রথমত: ফরেক্স সম্পর্কে জানা,বুঝা এবং শেখা । দ্বিতীয়ত: ডেমো বা বোনাসের মাধ্যমে ট্রেড করা যাতে বাস্তব অভিজ্ঞতা হয়। তৃতীয়ত:রিয়েল ট্রেড শুরু করা এবং ছোট ছোট এ্যান্ট্রি দেয়া ও প্রফিট করার চেষ্ট করা। চতুর্থত: মার্কেট এ্যানালাইসিস,মানি ম্যানেজমেন্ট,টাইম ্রেম,স্টপ লস,টেক প্রফিট এবং লট/ভলিউম বনাম বিনিয়োগের সাথে ভারসাম্য রেখে ট্রেড করা ও প্রফিট করা। পঞ্চমত: জবের মত সফল ট্রেডার হিসাবে ট্রেড করা এবং টিকে থাকা। অপরকে শেখানো।
-
[QUOTE=Mahmud1984fx;332344]ট্রেডার হওয়ার ধাপ ৫টি :
ধাপ-০১ : অচেতনে অযোগ্যতা :- অনেক বেশী ট্রেড করবে;প্রচুর রিস্ক নিবে,লস পূরণের জন্য ট্রেড সাইজ দ্বিগুন হবে আগের তুলনায়,মার্কেট যেদিকে সেদিকেই এ্যান্ট্রি নিবে, নিজের যোগ্যতা সম্পর্কে সম্পূর্ণ অন্যমনস্ক থাকবে ।
ধাপ-০২: সচেতনে অযোগ্যতা :- যেমনটি ভেবেছেন ফরেক্স ঠিক তেমনটি নয়, সচেতনভাবে বুঝতে পারবেন যে আপনার রেগুলার প্রফিট করার মত যোগ্যতা বা জ্ঞান নেই ।
ধাপ-০৩: ইউরেকা :- ট্রেড করবেন নিজস্ব মেথডে, ১টা সিস্টেম নিয়ে কাজ করা শুরু করবেন যেটা আপনার সাথে যায়, খুশি হতে শুরু করবেন,লস ডিফাইন করা শুরু করে দেবেন,ট্রেড খারাপ হলে রাগ করবেন না,আপনি ভাল মানি ম্যানেজমেন্ট,লিভা েজ ইত্যাদি সম্পর্কে শিখবেন ।
ধাপ-০৪: সচেতনে যোগ্যতা :- সিস্টেম ট্রেড করতে বললেই ট্রেড করেন,লাব-লসের কারণে মানসিক অবস্থা পরিবর্তন হবে না,প্রতি সপ্তাহে ধারাবাহিক লাভ করতে থাকবেন,অন্য ট্রেডারদের সম্মান পাবে ও অনেককে সিগন্যাল দিবে ।
ধাপ-০৫: অচেতনে যোগ্যতা:- চেয়ারে বসেন ট্রেড করেন অচেতনভাবেই,লাভ লস কোনটাই আনন্দ/উচ্ছাস প্রকাশ করতে পারে না,ট্রেডিংয়ের কল্পনারাজ্য -অনুভূতি আয়ত্ব করেছেন,এমন একজন ট্রেডার যার এ্যাকাউন্ট প্রতিনিয়ত বাড়ছে,জবের মতই মনে হবে,সফল হওয়ার কারণ যোগ্যতা নয়,টিকে থাকার শক্তি।
নিজেকে জিজ্ঞেস করুন- ”আপনি কত বছর স্কুল,কলেজ ,বিশ্ববিদ্যালয়ে যেতেন যদি জানতেন শেষে আপনার জন্য বছরে মিলিয়ন ডলার বেতনের একটা চাকরী অপেক্ষা করছে “?[/QUOTE
ট্রেডার হওয়ার ধাপগুলো বেশ ভাল লাগল।