হঠাৎ রাতে ঘুম ভাঙলে কী চেক করেন ?
সম্ভবত: ফরেক্সের প্রথম দিকেই হয়ত এমনটা হয় । ফরেক্সে এ্যান্ট্রি দেয়া থাকলে যে কোন সময়ই ট্রেডের ফলাফল জানার জন্য মনটা অস্থির হয়ে ওঠে,চেক করে নিই ,প্রফিট হলে মনটা আনন্দে ভরে যায় ,ফরেক্স নিয়ে ভবিষ্যতের দারুণ স্বপ্ন ভেসে ওঠে-মনে হয় কিছু করা যাবে। গভীর ঘুমে আচ্ছন্ন,সিস্তব্ধ রজনী,হঠাৎ ঘুম ভেঙে গেল-কোন কাজ আগে ,না সব কাজের আগে ফরেক্সের এ্যাকাউন্ট চেক করি তার পরে মনে শান্তি-পরে অন্য কাজ- এমনও মনে হয়েছে ফরেক্সের কারণে মাঝে মাঝে ঘুম ভেঙে যায় । এটা শুধু কি আমারই ? নাকি অন্য কোন ভাইদেরও হয় এমনটা । শেষে বলবো ব্যবসায় নেশা হওয়া ভাল তবে এত নেশা ভাল না। কি বলেন ??