ফরেক্স থেকে উপার্জিত/প্রফিট করা অর্থ/টাকা কি ইসলামের দৃষ্টিকোণ থেকে হালাল/বৈধ?
পরিকল্পনা, সময় আর শ্রমের সমন্নয়ে মানুষের কাছে সেবা পৌছে দেয়ার মাধ্যমে অর্থ/টাকা উপার্জন ইসলামের দৃষ্টিকোণ থেকে হালাল (কুর'আন এর ভিত্তিতে)। তাই ফরেক্স সম্পর্কে আমার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। আশা করি, যারা এই পেশা সম্পর্কে খুব ভালো জ্ঞান রাখেন (বিশেষ করে এডমিন, সিনিয়র মেম্বার), শুধুমাত্র তারাই আমার প্রশ্নের উত্তর দিবেন। আর যদি কেউ সঠিক উত্তর না জানেন, পোস্ট বাড়িয়ে বোনাস লাভের আশায় তার উত্তর দেয়ার দরকার নাই। কতজন সঠিক/হালাল বুঝে তারপর ফরেক্স করছে নাকি না বুঝেই হারাম উপার্জন করছে, জানা প্রয়োজন?
০১) ফরেক্স থেকে আমাদের উপার্জিত/প্রফিট করা অর্থ/টাকা কে বা কারা বা কোন প্রতিষ্ঠান, কিভাবে পে করে? প্রফিট/লাভের টাকা কিভাবে আসে?
০২) ফরেক্স এ আমাদের লসের অর্থ/টাকা কে বা কারা বা কোন প্রতিষ্ঠান, কিভাবে ভোগ করে? লসের টাকা কোথায় যায়?
এটা কি এমন যে, কারও লসের টাকা আমি আমার দক্ষতা দ্বারা প্রফিট হিসেবে পাচ্ছি আবার আমার লসের টাকা কেউ তার দক্ষতা দ্বারা প্রফিট হিসেবে পাচ্ছে?
হালাল প্রমাণিত হলে আমিও ফরেক্স করবো, কথা দিলাম।