ফরেক্সই আমার স্বপ্ন এবং কেন ??
নিজের ব্যাপারে মনে হয় আমি একজন মুক্তমনের মানুষ, স্বাধীনচেতা পেশাই আমার পছন্দ। ছাত্রজীবন থেকেই ভাবতাম পেশাগত লাইফটা যেন একটু মুক্ত-স্বাধীন হয়। এযাবত অনেক খড়ি পোড়ানোর পর সন্ধান পেলাম ফরেক্স নামক বিশ্ববিখ্যাত সবচেয়ে জনপ্রিয় ব্যবসা বৈদেশিক মুদ্রা বাজার। এখানে একটা কম্পিউটার/মোবাইল, ইন্টারনেট সংযোগ,ফরেক্সের কিছু নিয়ম কানুন জানলে,ঘরে বসেই বিনাপুজিতে ভাল ইনকাম করা যায়। তবে লোভ এবং আবেগকে নিয়ন্ত্রণ করতে পারলে এই পেশায় সফলতা কোন ব্যাপারই নয়। ফরেক্স সম্পূর্ণ স্বাধীন - মুক্ত পেশা, প্রফিট আনলিমিটেড। আপনাদের মতামত !!!!