ফরেক্স বাংলা ফোরামের সম্মানীয় সদেস্যবৃন্দু।আমি আপনাদের কাছে থেকে সত্য কথা জানতে চাই।আজপর্জন্ত আপনারা ফোরাম থেকে কতো ডলার নিয়েছেন এবং তা থেকে কত ডলার লাভ করেছেন বা লস করেছেন।আর আপনারা কে কত বছর ধরে ট্রেড করছেন।:1f60b:
Printable View
ফরেক্স বাংলা ফোরামের সম্মানীয় সদেস্যবৃন্দু।আমি আপনাদের কাছে থেকে সত্য কথা জানতে চাই।আজপর্জন্ত আপনারা ফোরাম থেকে কতো ডলার নিয়েছেন এবং তা থেকে কত ডলার লাভ করেছেন বা লস করেছেন।আর আপনারা কে কত বছর ধরে ট্রেড করছেন।:1f60b:
আমি এখনো ফোরাম থেকে কোন ইনকাম করতে পারিনি। তবে পোস্টের জন্য একটা এমাউন্ট আমার ওয়ারেটে জমা হচ্ছে। মাস শেষে রিংক করা ট্রেডিং একাউন্টে বোনাস হিসেবে নাকি জমা হবে। দেখি অপেক্ষা করার পালা।
আমি ফোরামের সত্যতা সম্পর্কে বিন্দুমাত্র সন্দিহান নই কারন আমি এখান থেকে বোনাস পেয়েছি এবং তা থেকে লাভ করে উইড্রও দিয়েছি। এখানে আপনি বোনাসের অংশ বাদে যা লাভ করবেন সবটুকুই আপনি উঠাতে পারবেন। তাই আপনি চাইলে এখানে নির্দিদায় কাজ করতে পারেন এটা ফরেক্স শিখার পাশাপাশি একটা বাড়তি আয়ের সুযোগ।
বাংলা ফরেক্স ফোরাম এ আমরা প্রতিদিন পোস্ট করে ইনকাম করতে পারি,আপনি প্রতিদিন এই খানে দশ টি পোস্ট দিয়ে মাস শেষ এ ভালো ডলার বোনাস পেয়ে,তা দিয়ে ট্রেড করে ভালো ইনকাম মাস এ আপনি করতে পারবেন,ফোরাম আমাদের ভালো ইনকাম করার পথ করে দিয়েছে।