নতুন একাউন্ট যুক্ত করলে কি সমস্যা
বাংলাদেশ ফরেক্স ফোারামে আমরা পোস্টিংয়ের জন্য বোনাস পেয়ে থাকি। আর এই বোনাস দিয়েই ট্রেড করি আমরা যদি লাভ করতে পারি তাহলে উইড্র দিয়েও থাকি। তবে অনেক সময় আমরা আমাদের একাউন্ট খালি করে ফেলি অদক্ষতার কারনে এবং সেক্ষেতে এমাউন্ট বেশি হওয়ায় তা রিকোভারি করাও অনেক সময় সম্ভব হয় না। এক্ষেত্রে ফোরামে নতুন একাউন্ট এটাচ করার যে সুযোগ দেয় আমরা যদি সেই মোতাবেক নতুন একাউন্ট এটাচ করি তাহলে কি কোনো পবলেম হতে পারে? কারন আমার পুরনো একাউন্টটাও একটিভ রয়েছে যদিও ব্যালেন্স জিরোর কাছাকাছি এবং নতুন একটি একাউন্ট হলে দুটো যদিও আমি নতুন একাউন্টটাই কন্টিনিউ করবো সেক্ষেত্রে একই ফোরামে দুইটা একাউন্ট হয়ে গেলো এক্ষেত্রে কি কোন সমস্যা হতে পারে আর হলে সমাধানটা কি।