ফরেক্স মার্কেট একটি গতিশীল মার্কেট তাই এখানে গতির কোন নিশ্চয়তা নাই। তবে কিছু কিছু সময় আছে যখন ট্রেড করলে লাভ বেশী হওয়ার সম্ভবনা থাকে। আমার মনে হয় বাংলাদেশ সময় দুপুর ২ টা - রাত ১০ টা পর্যন্ত মার্কেট বেশী গতিশীল থাকে কারন এসময় আমেরিকা ও ইংল্যান্ড এর সময় ক্রস করে। তাই আমার মতে এ সময় বুঝে শূনে ট্রেড করলে অন্য সময়ের চেয়ে বেশী লাভ হওয়ার সম্ভবনা থাকে ।