বিনিয়োগকৃত হতে মুনাফার টাকা উত্তোলন করা কি ঠিক?
ফরেক্স একটি ভাল ব্যবসা আর এই ব্যবসা হতে যে সফলভাবে মুনাফা উপার্জন করতে পারে তার আর কোন কিছু না করলেও চলে। কিন্তু এই ব্যবসা হতে ভাল পরিমাণের মুনাফা উপার্জনের জন্য ভাল পরিমাণের মূলধন বিনিয়োগ করা প্রয়োজন। কিন্তু আমাদের পক্ষে তা সম্ভব নয়। আর আমরা সাধারণত যা মুনাফা করি তার সকলটাই উত্তোলন করে ফেলি। এতে করে আমাদের মুলধন যা ছিল তাই থাকে যার ফলে আমরা আমাদের মুনাফার পরিমান বৃদ্ধি করতে পারি না। তাই আমার মনে হয় মুনাফার সম্পূর্ণ উত্তোলন না করে তার কিছু অংশ আবার বিনিয়োগ করলে সেটা দিয়ে আমরা যেমন আমাদের মুলধন বৃদ্ধি করতে পারবো ঠিক তেমনি আমাদের মুনাফাও বৃদ্ধি করতে পারবো।