আমাদের লসের অন্যতম একটি কারণ হলো ভয়। এটি যদি আমরা দূর করে ট্রেড না করতে পারি তাহলে আমরা কখনই এই ব্যবসায় সফলতার মুখ দেখতে পারবো না। তাই আমি জানতে চাচ্ছিলাম যে ট্রেডিং এর সময় আমার মন হতে ভয় কিভাবে দুর করবো? আর এটি দুর করার জন্য আমাদেরকে কত সময় ব্যয় করতে হবে? আপনারা কি ট্রেডিং এর সময় ভয় দুর করে ট্রেড করেন নাকি ভয় নিয়েই ট্রেড করে থাকেন?