ফরেক্সে আমরা অনেক সময় বলে থাকি যে ক্ষুদ্র ক্যাপিটাল এর একাউন্ট থেকে ভাল অর্থ উপার্জন করা এবং পর্যায়ক্রমে বড় ক্যাপিটাল করা অত্যন্ত দুরূহ । কিন্তু ফরেক্সে এমন ট্রেডারও আছেন যারা প্রতিনিয়ত পরিশ্রম এবং ধৈর্য ধরে সেই কাজটিই করেছেন । আমি একবার ৯$ একাউন্ট থেকে ৬৭$ পর্যন্ত লাভ করে ৭৬$ এর একটি একাউন্ট তৈরি করেছিলাম । আমি নিশ্চিত যে আপনাদের ক্ষেত্রেও এমন অনেক ঘটেছে । আশা করি সবাই যার যার অভিজ্ঞতা শেয়ার করবেন ।