মার্জিন কল পাওয়া থেকে লস করা অনেক ভাল
আমার মতে ফরেক্স মার্কেটে মার্জিন কল পাওয়ার চেয়ে লসে ট্রেড বন্ধ করা অনেক ভাল। কারণ আপনি যদি কোন ট্রেড লসে বন্ধ করেন তাহলে সেটা আবার পরবর্তীতে পুনরুদ্ধার করতে পারবেন কিন্তু আপনি যদি মার্জিন কল পান অর্থাৎ আপনার সম্পূর্ণ মুলধন লস করে ফেলেন তাহলে আপনি সেটা আর কখনই পুনরুদ্ধার করতে পারবেন না। তাই আমি মনে করি যখন আমাদের কোন ট্রেড ভুল পথে যাচ্ছে এবং সেক্ষেত্রে আমরা যদি লস এর সম্মুখীন হই তাহলে আমাদের ট্রেড বন্ধ করে দেওয়া উচিত। আমার দেখা মতে অনেকে আছে মার্কেট ঘুরে আসার জন্য অপেক্ষা করে থাকে। আমি মনে করি সেটা একদম ঠিক না। আপনারা কি মনে করেন এই বিষয়ে?