সেরা ফরেক্স ট্রেডিং সিগন্যাল সরবরাহকারী আছে? আমি জানি না! কে সেরা ফরেক্স ট্রেডিং সিগন্যাল সরবরাহকারী, অবশ্য আমি বিশ্বাস করি না ফরেক্স ট্রেডিং সিগন্যাল সরবরাহকারীদের, আমি আমার নিজের কৌশল পছন্দ করি, দয়া করে ব্যাখ্যা করতে পারেন?
Printable View
সেরা ফরেক্স ট্রেডিং সিগন্যাল সরবরাহকারী আছে? আমি জানি না! কে সেরা ফরেক্স ট্রেডিং সিগন্যাল সরবরাহকারী, অবশ্য আমি বিশ্বাস করি না ফরেক্স ট্রেডিং সিগন্যাল সরবরাহকারীদের, আমি আমার নিজের কৌশল পছন্দ করি, দয়া করে ব্যাখ্যা করতে পারেন?
আমি নতুন তাই জোর গলায় কিছু বলতে পারলাম না।তবে আপনার বিশ্বাস না করার কারনটা আমি জানি না,আর আমি আপনার মনের ভাবনাও পালটাতে পারবো না।তবে আপনাকে একটা কতা আপনি যেমন নিজের কৌশল এ বিশ্বাসি।ঠিক তেমনই অনেকে আছে যারা নিদের কৌশলে ও অনেক দক্ষ। আপনার কৌশল সব সময় প্রফিটই হয় এমনটা নয় কিছু লসও হয়। আর যারা সিগনাল দিয়ে থাকে তারা অবশ্যই কৌশলি বটে,কিন্তু সিগনালের সব থেকে বড় সমস্যা হলো সময় মতো তা অনেকেই সাপলাই করে না,ফলে আমাদের পেতে দেরি হয় ও আমরা কম প্রফিট করে থাকি।আর সবচাইতে বড় কতা হল মাকেট তার নিজের গতিতে চলে,কারও মতে না।তাই এমনও হয় যে আপনার এনালাইসিস মত চললো না।তেমনই হয় সিগনালে,তবে ভাল সিগনালে এড হতে পারলে বেশির ভাগ টেড এ প্রফিট করা যায়।