কি উপায়ে একটি সফল ট্রেড করা যেতে পারে ?
আমি বলতে চাচ্ছি যে একটি সফল ট্রেড করতে হলে আসলে সম্ভাব্য কি কি বিষয়ে গুরুত্ব দেয়া উচিত । এমন তো নয় যে সফল ট্রেড করা কখনো সম্ভব নয় । প্রতিদিন অনেক ট্রেডার যেমন লস করছেন আবার আমাদের মাঝেই অনেক অভিজ্ঞ ট্রেডার আছেন যারা প্রতিনিয়ত অর্থ উপার্জন করছেন । তাহলে তারা কিভাবে করছেন ? আমার কাছে যে বিষয়গুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটি সফল ট্রেডের পেছনে বলে মনে হয় তা হল-
১. ট্রেড করার সময় আবেগকে নিয়ন্ত্রন করতে হবে
২. লসকে মেনে নেয়ার মন মানসিকতা নিয়ে ট্রেড করতে হবে
৩. লোভ করা যাবে না
৪. ধৈর্য ধরতে হবে
৫. মার্কেটকে ভালভাবে পর্যবেক্ষণ করতে হবে
৬. মার্কেট মুভমেন্টকে গুরুত্তের সহিত এনালাইসিস করতে হবে
৭. আশাহত এবং নিরুৎসাহ হওয়া যাবে না