নতুন তাই একটু একটু করে জানার চেষ্টায় আছি।আমি জানতে চাই মুভিং এভারেজ ১৪ মাকেটে কি নিদর্শনা দেয় বা মুভিং এভারেজ ১৪ দ্বারা আমি কি বুঝতে পারি?এটা আসলে কতটুকু প্রয়োজন বা আমি যেহেতু নতুন সেহেতু কোন মুভিং এভারেজ ফলো করতে পারি?অভিজ্ঞ ভায়েদের কাছে জানতে চাই
Printable View
নতুন তাই একটু একটু করে জানার চেষ্টায় আছি।আমি জানতে চাই মুভিং এভারেজ ১৪ মাকেটে কি নিদর্শনা দেয় বা মুভিং এভারেজ ১৪ দ্বারা আমি কি বুঝতে পারি?এটা আসলে কতটুকু প্রয়োজন বা আমি যেহেতু নতুন সেহেতু কোন মুভিং এভারেজ ফলো করতে পারি?অভিজ্ঞ ভায়েদের কাছে জানতে চাই
আপনি চাইলে মুভিং অ্যাভারেজ ফলো করতে পারবেন। তবে তার জন্য আপনাকে ফরেক্স সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞ ও দক্ষ হতে হবে। এজন্য বলব যেহেতু আপনি ফরেক্স মার্কেটে একজন নতুন ট্রেডার তাই প্রথমে ফরেক্স সম্পর্কে বিস্তারিত ভাবে জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেকে অভিজ্ঞ ও দক্ষ ট্রেডার হিসেবে গড়ে তুলুন এবংএবং যখন নিজেকে ফরেক্স সম্পর্কে দক্ষ ও অভিজ্ঞ ট্রেডার হিসেবে গড়ে তুলতে পারবেন তখনই মুভি এভারেজ ফলো করার মাধ্যমে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। এবং তা বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করে ট্রেডিং করার মাধ্যমে আয় করতে পারবেন।
সাধারনত মুভিং এ্যাভারেজ দিয়ে আমরা টেকনিক্যাল এ্যানালিসিস করে থাকি। যদি মার্কেট ১৪ প্রিয়ড এর নীচে যেতে থাকে তখন সেল এবং উপরে যেতে শুরু করে তখন বাই দিতে পারি কিন্তু এটা সব সময় কাজ করে না। তাই এর সাথে আরও কিছু ইন্ডিকেটর ব্যবহার করতে হয়। তবে আপনি যদি ১৪ এবং ২১ মুভিং এ্যাভারেজ একসাথে ব্যবহার করে যখন দুটি প্রিয়ড ক্রস করে নিচে নামবে তখন সেল এবং ক্রস করে উপরে উঠতে শুরু করলে বাই দিতে হবে। এভাবে ট্রেড করলে কিছু ট্রেড এ সফলতা পেতে পারেন সব সময় পাবেন না।
ফরেক্স ট্রেডিং ভাল অনলাইন ব্যবসায় এবং যখন আমাদের ভাল বাজার দক্ষতা রয়েছে তখন আমরা বাজারে ভাল লাভ করতে পারি তাই সফল হওয়ার জন্য সর্বদা আত্মবিশ্বাস এবং ভাল জ্ঞানের সাথে বাণিজ্য করতে পারি। স্বল্প পুঁজিযুক্ত ব্যক্তি এখানে বাণিজ্য শুরু করতে পারেন এবং এর থেকে লাভ অর্জন করতে পারেন এবং পরবর্তীতে তার বিনিয়োগকে প্রসারিত করতে পারেন যেমন সময়টি উত্তীর্ণ হয় এমপোমমেন্ট তৈরি হয় কারণ এটি আমাদের জন্য বৈদেশিক মুদ্রার বাজারে আগ্রহী যারা অর্থ উপার্জনের ভাল উপায়। যেহেতু আমরা আমাদের সুবিধাজনক সময় থেকে বিশ্বে অনলাইনে বাণিজ্য করার জন্য কাজ করি। ফরেক্স আমাদের একটি কর্মসংস্থান পোস্ট দেয় পাশাপাশি অনলাইনে বিশাল লাভ অর্জন করে।
মুভিং এভারেজ ১৪ খুবই কার্যকরী এবং জনপ্রিয় ইন্ডিকেটর। তাই এই টুলসটি বেশির ভাগ ট্রেডাররা ব্যবহার করে থাকে। আর মুভিং এভারেজ দিয়ে চমৎকার ট্রেড করা যায়। এটা বেশিরভাগ ট্রেডাররা জানেনা। মার্কেট এ সব ইন্ডিকেটরই কাজ করে । তবে ভিন্ন ভিন্ন ইন্ডিকেটর কাজ বিভিন্ন রকম।
ধন্যবাদ ভাই আপনাকে আপনি একটি ভালো প্রশ্ন করেছেন বিশেষ করে নতুনদের জন্য। আমরা জানি চার্ট এ মোভিং এভারেজ ১৪ ডিফল্ট হিসাবে দেউয়া থাকে ,এই মোভিং ১৪ দিয়ে আসলে আমরা মার্কেট এর শর্ট টাইম ট্রেন্ড সম্পরকে ধারনা অর্জন করতে পারি। মার্কেট এর প্রাইস যদি মোভিং এভারেজ ১৪ এর নিচে থাকে তাহলে আমরা তাকে ডাউন ট্রেন্ড বলি আর মার্কেট এর প্রাইস যদি মোভিং এভারেজ ১৪ এর উপরে থাকে তাহলে আপ ট্রেড বলে থাকি