ফরেক্স মাটেকে টেডিং লাইন,সাপোর্ট এস আকতে পারলে সম্ভত টেড করার ধারনা পাওয়া যায়।কিন্তু আমি এ সব কিছুই বুঝি না।কেও কি আমাকে এ ব্যাপারে সাহাজ্য করতপ পারবেন।
Printable View
ফরেক্স মাটেকে টেডিং লাইন,সাপোর্ট এস আকতে পারলে সম্ভত টেড করার ধারনা পাওয়া যায়।কিন্তু আমি এ সব কিছুই বুঝি না।কেও কি আমাকে এ ব্যাপারে সাহাজ্য করতপ পারবেন।
আসলে ট্রেড করতে গেলে এ্যানালিসিস প্রয়োজন আর আপনি যেটি জানতে চেয়েছেন সেটি মুলত টেকনিক্যাল এ্যানালিসিস আপনি সহজে ইন্টারনেট থেকে সার্চ করার সময় ট্রেড লাইন বা চ্যানেল লিখেন তাহলে বিভিন্ন ছবির মাধ্যমে দেখতে পাবেন কিভাবে ট্রেড লাইন আঁকতে হয় বা চ্যানেল আঁকতে হয়। আপনি ট্রেড লাইন আঁকার সময় চার্ট এ দুই থেকে তিনটি পয়েন্ট সিলেক্ট করতে পারেন এর জন্য তিনটি ডাউন ক্যান্ডেল বা তিনটি উপ ক্যান্ডেল নিতে হবে তাহলে আপনি সহজে ট্রেড লাইন আঁকতে পারবেন। চ্যানেল আঁকতে হলেও একই নিয়মে আকতে হবে তবে চ্যানেল যেহেতু দুই দিক ঠিক রেখে আঁকতে হয় সে ক্ষেত্রে আপনাকে আপ ক্যান্ডেল এবং ডাউন ক্যান্ডেল ঠিক রেখেই আঁকতে হবে।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ,,,, ট্রেড লাইন বা ট্রেডিং চ্যানেল সম্পর্কে এতো সুন্দর একটা কমেন্ট করার জন্য । আসলে আমি কিছুদিন হলো ফরেক্স মার্কেটের সাথে যুক্ত হয়েছি । তাই আমার এই ফরেক্স মার্কেটের অনেক কিছুর উপর অভিজ্ঞতা অনেক কম আছে । আপনারা যারা ফরেক্স মার্কেটে দক্ষ এবং অভিজ্ঞতাসম্পন্ন,,,, াদের কাছে আমার মতো নতুন ট্রেডারদের একটাই চাওয়া,,, তা হলো আপনাদের কাছ থেকে ভালো শিক্ষা অর্জন করা ।
ফরেক্স এ ট্রেন্ড লাইন সঠিকভাবে নির্ধারণ করা যায় অনেক ধরনের ইনডিকেটর এবং এনালাইসিসের মাধ্যমে । শুধু যে সাপোর্ট বা রেজিস্টেন্স দিয়েই ট্রেন্ড লাইন বুঝতে হবে এর কোন মানে নেই । যে যেই পদ্ধতি তার কাছে বেশী সহজবোধ্য এবং কার্যকরী মনে হয় সে সেই দিয়েই নির্ধারণ করতে পারে । আমিও সাপোর্ট এবং রেজিস্টেন্স টানতে শিখিনি তবে কিছু ইনডিকেটর ব্যবহারের মাধ্যমে আমি বুঝতে পারি । আসলে একেক ট্রেডারের পদ্ধতি একেক রকম ।
ট্রেন্ড লাইন ড্র করেও ভালো প্রফিট করা যায়। ট্রেন্ড লাইন সাপোর্ট রেজিস্ট্যান্স আকতে পারলে মার্কেট থেকে যথাসময়ে এন্ট্রি নেওয়া যায়। আর ট্রেড এর ঢুকা এবং বের হয়ে যাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। শুধু ট্রে করে বসে থাকলে হবে না। ট্রেড সঠিক সময়ে ক্লোজ করাটাও বুদ্ধিমানের কাজ।
ট্রেড লাইন ড্র করে আপনি যদি ট্রেড দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি ভাল প্রফিট করতে পারবেন। ট্রেড লাইনের মাধ্যমে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স পয়েন্ট আকঁতে হবে এবং সেই অনুপাতে এন্টি নিতে পারলে আপনি লাভবান হবেন। এতে কোন ভুল নাই।
[ATTACH=CONFIG]10459[/ATTACH]
ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে ট্রেন্ডলাইন ও ট্রেডিং চ্যানেল ভালোভাবে আঁকতে পারলে টেকনিক্যাল এনালাইসিস সঠিকভাবে করা যায়। কয়েকটি হাইয়ার হাই (Higher High) এবং হাইয়ার লো (Higher Low) কে দুটি ট্রেন্ড লাইনের মধ্যে সীমাবদ্ধ করলে তাকে ট্রেডিং চ্যানেল বলা হয়। ট্রেডিং এর ক্ষেত্রে এসকল ট্রেডিং চ্যানেল খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ট্রেন্ড চ্যানেলের উপরের ট্রেন্ডলাইন টিকে বলা হয় রেজিস্টেন্স এবং নিচের ট্রেন্ড লাইন থেকে বলা হয় সাপোর্ট। মার্কেট যদি এই সকল ট্রেডিং চ্যানেল ব্রেক আউট করে উপরে যায় তাহলে বাই এন্ট্রি এবং ব্রেকআউট করে নিচে নামে তাহলে সেল এন্ট্রি নিতে হয়।
উপরোক্ত পিকচারটা ভালো করে দেখলেই আপনি বুজতে পারবেন। এখানে সুন্দর করে সাপোর্ট রেজিস্টান্স অংকন করে দেওয়া হয়েছে সাথে একটি ট্রেন্ড লাইন সাদৃশ রয়েছে। তবে সাপোর্ট মুলত যখন মার্কেট একটা পজিশনে গিয়ে বারবার বাধাপ্রাপ্ত হয় তখন সেটাকে সাপোর্ট বলে কিন্তু যখন এটি ভেংগে ফেলে অর্থ্যাত ব্রেক আউট হয় তখন মার্কেট সাপোর্টের অনেক নিচে চলে যায় তবে যখন সেটি আবার ব্যাক করে সেখানে ফিরে আসে তখন সেটি তখন রেজিস্টান্স হিসেবে কাজ করে। সরি পিকচারটা আপলোড হলো না।
বেশিরভাগ ট্রেডাররাই ফরেক্স মার্কেট থেকে তাদের কাঙ্ক্ষিত অর্থ উপার্জন করতে পারে না । কিন্তু যারা করে তাঁরা অনেক বেশি অর্থ উপার্জন করে ফরেক্স মার্কেট থেকে । হ্যাঁ,,, ফরেক্স মার্কেট একটা আনলিমিটেড আয়ের উৎস । এই ফরেক্স মার্কেট সম্পর্কে যদি ভালো অভিজ্ঞতা অর্জন করা যায় এবং যদি ট্রেডিং মার্কেটে ডিপোজিট ব্যালেন্স ও ভালো থাকে তাহলে এই ফরেক্স মার্কেট থেকে আনলিমিটেড আয় করা যায় ।
নতুন ব্যবহারকারী হিসেবে আপনাদের যাদের অভিজ্ঞতা বেশি ভালো ট্রেডার তাদের কাছে জানতে চাই যে ট্রেড লাইন না ট্রেডিং চ্যানেল অনুসরণ করতে হবে। ধন্যবাদ।