ট্রেড এন্টি দেওয়ার আগে আপনার করনীয় কি কি?
আমরা যারা নতুন তারা ফরেক্স ট্রেডিং মার্কেট এ এসেই কিছু না বুজে ভাল লাভের আশায় ট্রেড এন্টি দিয়ে থাকি আর তার ফলস্বরূপ আমাদের একাউন্ট জিরো হয়ে যায়।
কিন্তু আপনি যদি ফরেক্স ট্রেডিং মার্কেট এ ট্রেড অপেন করার আগে কিছু বিষয় মাথায় রেখে ট্রেড করেন তাহলে আপনার লসের হার অনেক কমে যেতে পারে।
১। আপনাকে মার্কেটের অবস্থান সম্পর্কে দক্ষতা অর্জন করতে হবে।
২। ৩ টা এনালাইসিস খুব ভাল করে জানতে হবে।
৩। মাথা ঠান্ডা রেখে ট্রেড অপেন করতে হবে।
৪। ট্রেড করার সময় অবশ্যই tp এবং sl সেট করে দিতে।
৫। ট্রিইলিং স্টপ সেট করে দিলে খুব ভাল হবে।অনেকেই করে আবার অনেকেই করে না।
৬। মনকে স্থির করে ট্রেড অপেন করতে হবে।অনেকেই এমন আছে তারা মনে করে ধরবো কি ধরবো না এমন কনফিউশান তৈরির করে ট্রেড অপেন করা যাবেনা।
এই বিষয় গুলো মাথায় রেখে ট্রেড অপেন করতে পারলেই খুব সহকেই আপনি ভাল আয় করতে পারবেন ফরেক্স ট্রেডিং মার্কেট থেকে।