-
সিগন্যাল এর ব্যাবহার
ফরেক্স ট্রেডিং মার্কেটে সিগন্যালের ভুমিকা কতটা গুরুত্বপূর্ণ? আমি ফরেক্স ট্রেডিং মার্কেট একদম নতুন তাই যারা সিনিয়র ভায়েরা দীর্ঘ দিব কাজ করতেছেন তারা ভাল করে জানে আসলেই ফরেক্স ট্রেডিং মার্কেট এ সিগন্যাল কতটা গুরুত্বপূর্ণ।তবে আমি জানতে চায় যদি ফরেক্স ট্রেডিং মার্কেট এ সিগন্যাল এর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তাহলে ওই সিগন্যাল আমি সেট করবো কি করে?প্লিজ সকলের শিক্ষার জন্য ভাল কোন কমেন্ট চায় তাহলে অনেকেই উপকৃত হবে।দেখুন আমরা সকলেই জানি ফরেক্স ট্রেডিং মার্কেট এ সিগন্যাল এর অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু সিনন্যাল এর ব্যবহার কি কেউ জানে?আমার মনে হয় বেশিরভাগ নতুন ট্রেডার ভাল করে জানেনা তাই সকলের কাছে অনুরোধ প্লিজ আমাদেরকে জানান সিগন্যাল এর ব্যাবহার।
-
আসলে সিগনাল এর ব্যবহার জানার আগে বিষয়টি ভাল করে বোঝার দরকার সিগনাল আপনি যার নিকট থেকে ক্রয় করবেন সেও একজন ট্রেডার সে যে ট্রেড করে সেটা আপনার একাউন্টের সাথে লিংক করার কারনে আপনার একাউন্ট থেকেও একই অর্ডার ক্রিয়েট হয়ে থাকে। তাই সে লস করলেও আপনার লস হবে সে প্রফিট করলে আপনার প্রফিট হবে। তাই যদি আপনি একটু কষ্ট করে ট্রেডিং অভিজ্ঞতা অর্জন করতে পারেন তাহলে উনার মতই ট্রেড করতে পারবেন। তাই শুধুমাত্র আপনি খরচ করে কেন সিগনাল ক্রয় করবেন। যদিও আপনি সিগনাল ক্রয় করতে চান তাহলে বিভিন্ন সাইট আছে যারা আপনাকে সিগনাল প্রদান করবে তাদের সাথে যোগাযোগ করলে তারা আপনাকে সব কিছু ফোনে কথা বলে বুঝিয়ে দিবে।
-
ফরেক্স মার্কেটে অনেক ট্রেডার আছে যারা সিগনাল এর ব্যবহার করে থাকে অর্থাৎ অন্যের থেকে সিগনাল ক্রয় করে সে অনুযায়ী ট্রেডিং করে থাকে।সে ক্ষেত্রে দেখা যায় যার থেকে সিগনাল ক্রয় করছে সে যদি প্রফিট করে তাহলে তারাও প্রফিট করতে পারে এবং সে যদি লস করে থাকে তাদের লস হয়ে থাকে। তাই আমার মতে টাকা দিয়ে সিগনাল করায় করে ট্রেডিং করার থেকে নিজের যোগ্যতায় ট্রেডিং করাটাই বেশি লাভজনক বলে মনে হয়।তাছাড়া সিগন্যাল এর উপর নির্ভর করে ট্রেডিং করলে নিজের যোগ্যতার কোন মূল্য থাকে না।তাই পার্সোনালি আমি কখনো সিগন্যাল ব্যবহার করে ট্রেডিং করিনা বরং নিজের যোগ্যতা ট্রেডিং করার চেষ্টা করি।তাই বলব অন্যের সিগনাল এর উপর নির্ভর না করে নিজেকে ফরেক্স ট্রেডিং এর বিষয়ে জ্ঞান অর্জনের মাধ্যমে দক্ষ ও অভিজ্ঞ করে তুলুন এবং নিজের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে ফরেক্স মার্কেটের ট্রেডিং করেন।
-
আমদানিকৃত পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপ স্থগিত করার পরিকল্পনা করেছে। প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে, মার্কিন আলোচকরা আলোচনা চালিয়ে যাওয়ার আগে চীন কর্তৃক কিছু কৃষিকাজ করার সম্ভাবনা নিয়ে চীনা প্রতিনিধিদের সাথে আলোচনা করবে। ইতিমধ্যে, আকাশ সাম্রাজ্যের কর্তৃপক্ষগুলি মার্কিন যুক্তরাষ্ট্র যে সকল শুল্ক বাতিল করবে তার অনুপাতে কৃষি ক্রয়ের জন্য একটি ইচ্ছা প্রকাশ করেছে।