ফোরাম থেকে এই মাসে আপনি কত ডলার বোনাস আশা করেন ?
প্রতি মাসে টার্গেট নেই যে প্রতিদিন ১০ টি করে পোষ্ট করে ফোরামে মাসে ৩০০ টি পোষ্ট করব । কিন্তু মাঝে মাঝে নিজের ব্যস্ততা আর আলসেমির জন্য কোন মাসেই ৩০০ টি পোষ্ট করা হয় নাই । তবে নতুন বছরে একটা পরিকল্পনা নিয়ে ইচ্ছে আছে এই মাসে ৩০০ টি পোষ্ট করবার । জানিনা কত দূর পারব , তবে আমি আমার সর্বচ্চটা দিয়ে হলেও এবার ৩০০টি পোষ্ট করবার চেষ্টা করব । কোন মাসেই এখন পর্যন্ত ১০০ ডলার বা এর বেশি বোনাস পাই নাই । তাই আবার একটু বেশি পোষ্ট করে দেখি কত ডলার বোনাস পাওয়া যায় । ইচ্ছে আছে ১০০ ডলার+ বোনাস পাওয়ার । আপনাদের কেমন টার্গেট বোনাস নিয়ে ?