আমরা যে চার্টে ট্রেড করি, সেটাই কি ইন্টারন্যাশনাল ফরেক্স চার্ট ???
আসলে আমি নিজেও জানি না যে, আমরা সকল ফরেক্স ট্রেডাররা যে চার্টে ট্রেড করি এটা কি ইন্টারন্যাশনাল চার্ট না কি আমাদেকে মানে ফরেক্স ট্রেডারদের সাথে প্রতারণা করছে সকল ব্রোকার??? মাঝে মাঝে আমার মনে হয় বিশাল একটা প্রতারণা হয়তো লুকিয়ে আছে এই ফরেক্স মার্কেটপ্লেসে। কারণ আমি অনেক সময় দেখি যে, মার্কেট বাই এ যাচ্ছে এবং এনালাইছিস করেও বুঝতে পারি যে মার্কেট বাই এ যাবে কিন্তু আমি যখনই বাই এ ট্রেড এন্ট্রি দেই, ঠিক তখনই মার্কেট আমার বিপরীতে যায় মানে সেল এ যায় আর এ রকম কিছু উল্টাপাল্টা মুভমেন্ট দেখেই আমার সন্দেহ হয়। যারা আমার ভুলটা ভেঙে দেওয়ার মত কিছু ট্রিকস এ্যান্ড ট্রিক জানেন, তারা অবশ্যই তাদের মুল্যবান জ্ঞান শেয়ার করে আমাকে এবং আমার মত কিছু ট্রেডারদেরকে সাহায্য করবেন।