কিভাবে আপনি আপনার ট্রেডিং কৌশল নির্বাচন করবেন???
ট্রেড করার জন্য বেষ্ট টাইম ফ্রেম কোনটি,এইটা সম্পুর্নভাবে নির্ভর করে আপনার ট্রেডিং কৌশল আপনি কোন টাইম ফ্রেমে ট্রেড করতে পছন্দ করেন তার উপর।যদি আপনি ধীরগতির ট্রেড করতে পছন্দ করেন অর্থাৎ খুব তাড়াহুড়া করে ট্রেড করতে পছন্দ করেন না অথবা এন্টি দেন না তাহলে আপনার জন্য আদর্শ হলো লং টার্ম টাইম ফ্রেম। যেমন ৪ ঘন্টা অথবা ১দিন অথবা সপ্তাহিক।
অন্যদিকে যদি আপনি খুব দ্রুত ট্রেড করতে পছন্দ করেন অর্থাৎ তাড়াহুড়া করে ট্রেড করতে পছন্দ করেন তাহলে আপনার জন্য আদর্শ হলো ছোট সময়ের টাইম ফ্রেম অর্থাৎ ৫মিনিট ১৫ মিনিট এর চার্ট।
তবে শর্ট টার্ম টাইম ফ্রেমে কাজ করবেন তখন একটা জিনিস মাথায় রাখতে হবে আপনাকে মার্জিন কল নিতে হবে যখন আপনি শর্ট টার্ম টাইম ফ্রেমে ব্যালেন্স কম নিয়ে ট্রেড করবেন তখন আপনার অবশ্যই স্টপ লস সেট করে তার পর ট্রেড করা ভালো।
আর আপনার যেহেতু ব্যালেন্স অনেক বেশি থাকবে তখন আপনার মার্জিন কল নিয়ে চিন্তা করতে হবেনা।আপনি বেশি গ্যাপ অনুযায়ী ট্রেডের পজিশন করতে পারবেন। মনে রাখতে হবে আপনি যেই টাইম ফ্রেম নিয়ে কাজ করেন না কেনো অবশ্যই সেই টাইম ফ্রেমের সাথে আপনার ট্রেডিং কৌশলের সাথে মানানসই হতে হবে।