স্কাল্পার কি এবং কারা স্কাল্পিং করে?
স্কাল্পার হলো যারা সব সময় বর্তমানের মার্কেটের বিশ্লেশনের ভিত্তিতে তাৎক্ষনিক সিদ্ধান্তের উপর ট্রেড করে।স্কাল্পিং ট্রেডিং এ ট্রেডাররা অতি স্বল্প সময়ের জন্য পেয়ার ক্রয় অথবা বিক্রিয় এর সিদ্ধান্ত নেয় এবং অল্প লাভ করেই পজিশন ছেড়ে দেয়।মুলত এই ধরনের ট্রেডাররা অনেক বেশি বিশ্লেষণ করে এবং ট্রেডিং করতে অভ্যস্ত না। তারা লাইভ মার্কেটের উপর অল্প বিশ্লেষণ করেই একটা সিদ্ধান্ত নিয়ে থাকে।স্কাল্পাররা সাধারণত সারাদিন ট্রেড করতে পছন্দ করে এবং এর জন্য অনেক সময় বিভিন্ন টেকনিক্যাল টুলস অথবা সিগন্যাল ব্যাবহার করে। খুচরা ব্যাবসায়ী,চাকুরীজ বি, পার্টটাইম ট্রেডাররা স্কাল্পিং ট্রেডিং বেশি পছন্দ করে।তাদের মুলধন কম হয় এবং তারা বেশি ঝুঁকি নিতে পছন্দ করেন না।স্কাল্পিং ট্রেডিং করার জন্য কিছু বিষয় আপনার বিবেচনা করতে হবে,যেমন কম স্প্রেড রেট,দ্রুত এবং নির্ভুল এক্সিকিউশন সিস্টেম ইত্যাদি।যার জন্য স্কাল্পারদের জন্য ভালো ব্রোকারের প্রয়োজন।তাই স্কাল্পারদের এই বিষয় গুলো বিবেচনা করে তার পর ট্রেড করা উচিত।তবে স্কাল্পিং এ যেমন লাভ আছে তেমনি লস ও হয় তাই মনে রাখতে হবে স্কাল্পিং করার সময় অবশ্যই স্টপ লস এবং টেক প্রফিট সেট করে তার পর স্কাল্পিং করতে হবে।