ফরেক্স সাইকোলজি টিপস্.......
আমরা সাধারনত প্রতিদিন ট্রেড করতে চাই এবং প্রফিট করতে চাই। কিন্ত কোন কোন দিন কিন্তু এন্ট্রি নাও আসতে পারে। তখনই সাধারন ট্রেডার ঘাবরে যান এবং মনে করেন আমি বোধ হয় মার্কেট বুঝতে পারছি না বা আমার সিস্টেম কাজ করছে না। আবার এমনও হয় যে, আপনি সব কিছু ঠিকঠাক মতই ট্রেড করলেন এবং লস হলো। তখন মনে এক রকমের সন্দেহ সৃষ্টি হয়। এবং এখান থেকেই শুরু হয় যত প্রকারের বিপত্তি এবং লস। শুধু এন্ট্রি নিতে হয় এবং নিজেকে তখন কন্ট্রোল ও করা যায় না। এটি আসলে নবাগত ট্রেডারদের একটি সাইকোলজিক্যাল সমস্যা। কিভাবে এটা থেকে নিস্তার পাওয়া যায় সেটি বলছি।
প্রথমত আপনি অবশ্যই কম ট্রেড করবেন। নতুন অবস্থায় সাড়া দিনে ১টি ভাল এন্টি পয়েন্ট খুজে ট্রেড নেওয়ার চেষ্টা করবেন। যদি কোন বুঝের মত এন্ট্রি না পাওয়া যায় তাহলে কোন এন্ট্রি নিবেন না এবং চার্ট বন্ধ রাখবেন। আর অযথা সব সময় চার্টে সময় কাটাবেন না। এবং এন্ট্রি নেওয়ার কোন চেষ্টা করবেন না। বেছে বেছে ট্রেড নিবেন, কিছু কিছু ট্রেড শুধু পর্যবেক্ষন করবেন অথার্ত ট্রেড না নিয়ে পাস করবেন। আর লস হলে সেইদিন আর চার্ট দেখবেন না বা ট্রেড নেওয়ার চেষ্টা করবেন না। আরও অনেক কিছু আছে চলবে...