দ্রুত সিধান্ত নেবার ক্ষমতা ।
ফরেক্স মার্কেট থেকে ট্রেড করে অর্থ উপার্জনের জন্য দ্রুত সিধান্ত নেবার ক্ষমতা অনেকখানি দায়ী বলে আমি মনে করি । ফরেক্স মার্কেট আনাল্যসিস করা যেমন জরুরী তেমনি আমাদের সিধান্ত নেবার ক্ষমতাও অনেক প্রয়োজনীয় । কারণ মার্কেট আনাল্যসিস করে যদি সিধান্ত না নিয়ে দ্বিধার মধ্যে ভুগতে থাকি তাহলে সঠিক সময়ে সঠিক জায়গায় আমরা ট্রেড ওপেন করতে পারব না । আর পরে যখন দেখব যে যদি ট্রেডটা দিতাম তাহলে অনেক লাভ হত , তখন মনের ভিতরে হতাশা কাজ করা শুরু করবে । তাই আমাদের উচিত মার্কেট বিশ্লেষণ করে দ্রুত সিধান্ত নিয়ে ট্রেড করা ।