আমি মনে করি ফরেক্সে লাভ করার চেয়ে লস ঠেকেনো কঠিন ব্যাপার। আমি একজন নতুন ট্রেডার , আমি ঠিক মত এনালাইজ করতে জানি না। আমার কাছে এনালাইজ ছাড়া ট্রেড করে মনে হচ্ছে যে ফরেক্সে লাভ করা যতটা না কঠিন তার থেকে বেশি কঠিন লস ঠেকায়ে রাখাটা ।
Printable View
আমি মনে করি ফরেক্সে লাভ করার চেয়ে লস ঠেকেনো কঠিন ব্যাপার। আমি একজন নতুন ট্রেডার , আমি ঠিক মত এনালাইজ করতে জানি না। আমার কাছে এনালাইজ ছাড়া ট্রেড করে মনে হচ্ছে যে ফরেক্সে লাভ করা যতটা না কঠিন তার থেকে বেশি কঠিন লস ঠেকায়ে রাখাটা ।
আমরা নতুন ট্রেডাররা যখন লাভ দেখি তখন তাড়াতাড়ি ট্রেড ক্লোজ করে দেয়,আর যখন লস দেখি তখন ভাবি...মার্কেট আবার লাভে আসবে ভেবে ভেবে ট্রেড ক্লোজ করিনা।ফলে লস বাড়তেই থাকে।
আমি ও আপনার কথার সাথে একমত আছি । আমি ও এই ফরেক্স মার্কেটে একজন নতুন ট্রেডার । আমি ও ফরেক্স মার্কেটে যখন ট্রেড ওপেন করি তখন মার্কেট ভালোভাবে এনালাইসিস করে নিতে পারি না কারন মার্কেট এনালাইসিস সম্পর্কে ভালো ধারনা নাই,,, আর সেই জন্য বেশিরভাগ সময় লচের সম্মুখীন হয় । তাই আমাদের উচিত ফরেক্স মার্কেটে মন দিয়ে পরিশ্রম করে ভালো অভিজ্ঞতা অর্জন করা এবং মার্কেট এনালাইসিস সম্পর্কে ভালো অভিজ্ঞতা অর্জন করা । তাহলে আমরা লচের হাত থেকে কিছুটা রক্ষা পাবো,,,, ধন্যবাদ ।
ফরেক্স মার্কেটে যদি আপনি এ্যানালাইসিস করতে না পারেন তাহলে আপনার পক্ষে লস ঠেকানো অনেক কঠিন হয়ে পড়বে। আপনাকে লাভের থেকে লস ঠেকানোর জন্য আপনি অভিজ্ঞতা অর্জন করুন এবং এ্যানালাইসিস করা জানুন। বিশেষ করে আপনাকে ট্রেন্ড সম্পর্কে বুঝতে হবে। তাহলে অবশ্যই আপনি লাভ করতে পারবেন।
তাইতো বকি স্টোপ লস এর বিকপ্ল নাই। আপনার উচিত ডেইলি ট্রেড ডেইলি ক্লোজ করা। প্রতিটি ট্রেডে টেক প্রফিট আর স্টোপ লস ইউজ করা। ডেইলি কেন্ডেল ফেলো করা। নিউজ প্রকাশ হবার পরে ট্রেড নেওয়া। পেন্ডিং ট্রেড নেওয়া, টিপি ১০ পিপ্স আর স্টোপ লস ৫০ পিপ্স সেট করা। ৩০০০ পিপ্স থেকে আরো বেশি হাতে রাখা।
ফরেক্স ব্যবসা অনেক কিটিক্যাল ব্যবসা।ফরেক্স ব্যবসায় লাভের চেয়ে লস ঠেকানো অনেক কঠিন।আমি অনেক দিন ধরে ফনেক্স ব্যবসা করতেছি কিন্তুু এখুনো লসে আছি।কবে যে লেভে ফিরতে পারব সেটাই দেখার বিষয়।তবে আমি আশাবাদি লাভে একদিন না একদিন যাবই ইশাআল্লাহ।
সঠিক কথা যদি একজন ট্রেডার প্রফিট করার চেয়ে লস ঠেকাতে পারে তাহলে সে সফল ট্রেডার। অনেক ট্রেডার আছে যারা অনেক প্রফিট করতে পারে কিন্তু সেটাকে ধরে রাখতে পারে না। সারামাস তিল তিল করে কষ্ট করে অনেক প্রফিট করল কিন্তু একটি মাত্র ভুলের কারনে সেই সব প্রফিট লসে পরিনত হয়। তাহলে সারামাসের পরিশ্রম বৃথায় পরিনত হল আর প্রায় সবার ক্ষেত্রে এমনটিই হয়ে থাকে। তাই কিছু প্রফিট করতে পারলে সেটাকে উত্তোলন করে রাখতে হয় যেন লস হলেও কিছুটা নিজের হাতে তাকে। সব শেষে বলতে চাই সফল ট্রেডার উনি যিনি মাস শেষে কিছুটা হলেও প্রফিটে থাকে।
আমি ভাই ঠিক এমন টাই বুঝাইতে চাইছি। আমি আসলে এমন ভাবে একবার লং ট্রেড করছিলাম এই ভেবে যে মার্কেট আবার লাভে আসবে। একভাবে করতে করতে আমার ১১ ডলার লস হয়ে গেলো অথচ মার্কেট আর লাভে গেলো না। আসলে আমাদের ব্যাপার গুলা বুঝতে হবে সঠিক সিদ্ধান্ত নিতে জানতে হবে না হলে আমাদের পক্ষে আসলে লস ঠেকানো সম্ভব না
অনুশীলন একজন মানুষকে নিখুঁত করে তোলে, এফএক্স ট্রেডিংও একটি অনুশীলনমূলক ক্রিয়া, যেমন আমরা আরও অনুশীলন করি, ততই আমরা শিখি, ক্ষতির জন্য নিখরচায় ট্রেডিং ট্রেডারকে মানসিকভাবে রিল্যাক্স করতে হবে এবং সমস্ত উপায়ে উপস্থাপন করা উচিত, লোভ ফ্যাক্টরটি অপসারণ করা উচিত, ছোট্ট আকারের এবং খোলা বাণিজ্যের খুব পরে ব্যবহার করা উচিত চার্ট এবং বিপণন সম্পর্কে পুরোপুরি চেক করা, বিশেষজ্ঞ বন্ধুদের কাছ থেকে মতামত গ্রহণের পরে, ট্রেড লাভজনক হবে।
ফরেক্স মার্কেটে যদি আপনি এ্যানালাইসিস করতে না পারেন তাহলে আপনার পক্ষে লস ঠেকানো অনেক কঠিন হয়ে পড়বে। আপনাকে লাভের থেকে লস ঠেকানোর জন্য আপনি অভিজ্ঞতা অর্জন করুন এবং এ্যানালাইসিস করা জানুন। বিশেষ করে আপনাকে ট্রেন্ড সম্পর্কে বুঝতে হবে। তাহলে অবশ্যই আপনি লাভ করতে পারবেন।