গত ২০/০১/২০২০ তারিখে একটা বোনাস প্রদান করা হয়েছে অফ টপিক আলাপন হিসেবে। এই ধরনের বোনাস এই প্রথম পেলাম। যদিও সঠিক জানি না শুনেছিলাম সাপ্তাহিক বোনাস চালু হবার কথা যেটা বাংলা ফোরামে এখনও চালু হয়নি। তাহলে এখন থেকে কি প্রতি মাসে এরকম দুইভাবে বোনাস প্রদান করবে নাকি অন্য কোনো সিস্টেম চালু হয়েছে নতুন করে??